সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের একমাত্র মেয়ে বলে কথা। তার উপর ছোট্ট মিষ্টি নাতনি। ঠাকুমা হয়ে এটুকু তো করাই যায়। তাই তো সবকিছু ভুলে নাতনির কুশলের জন্যই দারুণ এক উদ্যোগ নিলেন রণবীরের মা অঞ্জু সিং। গত মঙ্গলবার দুয়ার জন্মের তিন মাস হওয়ায় কোমরছোঁয়া চুল দান করলেন অঞ্জু। ক্যানসার আক্রান্তদের জন্য এই চুল দান করার সিদ্ধান্ত নিয়েছেন রণবীরের মা। সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে অঞ্জু লিখলেন, ' ক্যানসারের সঙ্গে যাঁরা লড়াই করছেন, তাঁদের জীবনে কিছুটা আত্মবিশ্বাস ও স্বচ্ছন্দ যোগ করবে আমার এই ছোট্ট উদ্যোগ।'
কয়েকমাস আগেই রটেছিল রণবীর ও দীপিকা নাকি তাঁদের পুরনো ফ্ল্যাট বিক্রি করে নতুন ফ্ল্যাটে গিয়ে উঠেছেন। রণবীর-দীপিকার এই নতুন ফ্ল্যাট অঞ্জু সিংয়ের একেবারে বাড়ির পাশেই। ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নাতনিকে ঠাকুমার চোখে চোখে রাখার জন্যই নাকি এমন সিদ্ধান্ত দীপ-বীরের। আর অন্যদিকে নাতনি বলতে একেবারে পাগল ঠাকুমা। সুযোগ পেলেই ছুট্টে যান রণবীরের বাড়ি। সময় কাটান দুয়ার সঙ্গে। সেই দুয়ার জন্যই নতুনভাবে দুয়া চাইলেন ঠাকুমা অঞ্জু।
প্রসঙ্গত, দিলজিতের বেঙ্গালুরুর শোয়ের মাধ্যমেই মা হওয়ার পর প্রথম প্রকাশ্য়ে এসেছেন দীপিকা পাড়ুকোন। তবে এখনও মেয়ে দুয়ার মুখ দেখাননি দীপিকা। আর এবার বিমানবন্দরে দেখা মিলল দীপিকা ও তাঁর কন্যার দুয়ার। বেঙ্গালুরু থেকে ফিরে মুম্বই বিমানবন্দরে পা রাখতেই পাপারাজ্জিরা ঘিরে ধরল রণবীর ঘরনিকে। দিলজিতের শো সেরেই মুম্বইয়ে ফিরলেন দীপিকা।