সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফটোশিকারিদের দেখলেই দূরছাই করেন কিংবা ফ্ল্যাশের ঝলকানিতে বিরক্ত হয়ে মেজাজ হারান, এমন তারকাদের সংখ্যা নেহাত কম নেই বলিউড ইন্ডাস্ট্রিতে। পাপারাজ্জিদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন জয়া বচ্চন, সলমন খান, শাহিদ কাপুর থেকে রণবীর কাপুরের মতো বহু বলিউড সুপারস্টার। নবীন প্রজন্মের মধ্যেও এই 'পাপারাজ্জি এলার্জি' বিষয়টা রয়েছে। তবে রবিনা ট্যান্ডন এক্ষেত্রে ব্যতিক্রম। ফটোশিকারিদের দেখে নিজের সোনার কানের দুলটাই খুলে দিয়ে দিলেন!
মুম্বই বিমানবন্দরে সেলেবদের আনাগোনা লেগেই থাকে। তাই সেখানে ফটোশিকারিদেরও ভিড়। সম্প্রতি বিমানবন্দরে রবিনা ট্যান্ডনকে (Raveena Tandon) দেখে পাপারাজ্জিরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলেন। আর সেটা অভিনেত্রীর নজরে আসতেই, সামনে দাঁড়িয়ে হাসিমুখে প্রথমে কুশল মঙ্গল বিনিময় করেন। তার পরই কান থেকে সোনার দুল খুলে বহুমূল্য উপহার তুলে দেন এক ফটোশিকারির হাতে। সেই ভিডিও নেটপাড়ায় পোস্ট হতেই দাবানল গতিতে ভাইরাল। মানবিক রবিনা ট্যান্ডনের উদারতা দেখে ধন্য ধন্য করছেন সকলে। তাঁদের কথায়, 'তু চিজ বড়ি হ্যায় মস্ত...।'
সেলিব্রিটি হওয়াটা কি আর কম ঝক্কির? তাঁদের ঘিরে চারিদিকে হাজারও ক্যামেরা। পাপারাজ্জিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়েই প্রচারের আলোয়। কাজেই তটস্থ থাকতে হয় সর্বক্ষণ। তবে ফটোশিকারিদের ক্যামেরার সামনেও কোনও ভনিতা নেই রবিনার। তাই তো 'দিলদরিয়া'র মতো নিজের গয়না খুলে কাউকে সাহায়্য করতে দুবার ভাবেন না তিনি। সম্প্রতি মুম্বইয়ের বসতির এক বিয়েতে গিয়ে নিজের বিয়ের সোনার বালাজোড়া খুলে উপহার দিয়েছিলেন রবিনা ট্যান্ডন। যে বালাজোড়া বিয়ের সময় থেকেই রবিনা ট্যান্ডনের হাতে রয়েছে। এযাবৎকাল হাত থেকে সেই গয়না খোলেননি তিনি। বালার একটায় খোদাই করা তাঁর স্বামীর নাম। আর অন্যটায় খোদাই করা তাঁর নাম। বসতির গণবিবাহের অনুষ্ঠানে সেই দুর্মূল্য সোনার বালাজোড়াই উপহার দিয়ে আসেন রবিনা ট্যান্ডন। আর এবার ফটোশিকারিকে সোনার দুলজোড়া উপহার দিলেন।
তিনি নব্বইয়ের দশকের অভিনেত্রী। তবে আজও রবিনা ট্যান্ডনের উপস্থিতি পুরুষদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। মাঝে একদশক অভিনয় থেকে বিরতি নিলেও ক্যামেরা কিংবা লাইমলাইট থেকে দূরে থাকেননি। কখনও বিভিন্ন রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে তাঁকে দেখা গিয়েছে, আবার কখনও বা বলিউডের হাইপ্রোফাইল পার্টির লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন রবিনা। তবে তারকা হলেও তিনি যে কতটা 'মাটির মানুষ', সম্প্রতি তা আবারও প্রমাণিত হল।