shono
Advertisement
Sushmita Sen

'আমি ওর পাশেই আছি, কিন্তু...', বিচ্ছেদের পরও যেন সুস্মিতার ছায়াসঙ্গী রোহমন!

সম্প্রতি একটি অনুষ্ঠানে দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছে।
Published By: Sayani SenPosted: 12:11 PM Mar 22, 2025Updated: 12:12 PM Mar 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদ মানেই দু'জনের মধ্যে দূরত্ব বৃদ্ধি নয়। বন্ধুত্ব রেখে চলাও যে যেতে পারে, তা প্রমাণ করেছেন সুস্মিতা সেন এবং রোহমান শল। বছর তিনেক আগেই বিচ্ছেদের পরেও যেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরীর ছায়াসঙ্গী রোহমন। সম্প্রতি একটি অনুষ্ঠানে দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছে। রোহমনের মন্তব্যে বি টাউনে দানা বেঁধেছে নয়া জল্পনা।

Advertisement

রোহমন বলেন, "আমরা বন্ধু হিসাবে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। খুবই উপভোগ করেছি।" সম্পর্ক নিয়ে জল্পনায় কার্যত ইতি টেনে রোহমন বলেন, "আমি এখন সিঙ্গল। কিন্তু অতীতে আমার সঙ্গে বড়মাপের এক মানুষের নাম জড়িয়েছিল। তাই অনেকেই মনে করেন আমি এখনও তাঁর সঙ্গেই আছি।" কিছুটা আক্ষেপের সুরেই রোহমন বলেন, "সুস্মিতার সঙ্গে সাক্ষাতে মডেলিংয়ে কিছুটা ক্ষতি হয়। বিনোদুনিয়ার অনেকেই মনে করেছিলেন, অভিনয়, মডেলিং থেকে হয়তো মন ঘুরে গিয়েছে আমার।" তবে সুস্মিতার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁর ভালোই দিন কেটেছে সেকথা স্বীকারও করে নেন রোহমন।

২০১৮ সালে রোহমানের সঙ্গে পথচলা শুরু সুস্মিতার। ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু একে-অপরের থেকে দূরে সরে যাননি। বরং বন্ধুত্ব বজায় রেখেছিলেন সুস্মিতা-রোহমন। সেই বন্ধুকে নিয়ে বি টাউনের ইতিউতি দেখা যায় রোহমন শলকে। কখনও বা নায়িকার সফরসঙ্গী তিনি। আবার কখনও প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরীকে নিয়ে হাসপাতালে যেতেও দেখা গিয়েছে রোহমনকে। তবে রোহমনের সঙ্গে বিচ্ছেদের মাসখানেক পরই ফেরার ললিত মোদির সঙ্গে নাম জড়িয়েছিল সুস্মিতা সেনের। কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। বর্তমানে ফের রোহমনের সঙ্গে দেখা গিয়েছে সুস্মিতাকে। তা নিয়ে মাথাচাড়া দিয়েছে নয়া জল্পনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিচ্ছেদের পরও যেন সুস্মিতার ছায়াসঙ্গী রোহমান!
  • সম্প্রতি একটি অনুষ্ঠানে দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছে।
  • রোহমনের মন্তব্যে বি টাউনে দানা বেঁধেছে নয়া জল্পনা।
Advertisement