সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই 'সিলসিলা' আজকের নয়, কয়েক দশক পুরনো। অমিতাভ-রেখার 'সখ্যতা' নিয়ে বহু জল্পনা-কল্পনা হয়েছে। আজও রেখাকে এড়িয়েই চলেন জয়া-অমিতাভ। অভিষেক-শ্বেতাকেও তেমনভাবে বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায় না! ব্যতিক্রম শুধু বচ্চনদের বউমা ঐশ্বর্য রাই বচ্চন। যিনি রেখাকে 'মা' বলে সম্বোধন করেন। এবার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দাকে দেখে রেখা যা করলেন, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়েই তোলপাড় নেটপাড়া।
সোমসন্ধেয় কাঞ্জিভরম শাড়িতে সেজে 'ইক্কিস'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন রেখা। একাত্তরেও ষোড়শী প্রমাণ প্রাণবন্ত তিনি। বিটাউনের যে অনুষ্ঠানেই হাজির হন, নিজের মাদকতায় সকলকে মন্ত্রমুগ্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন রেখা। ধর্মেন্দ্রর শেষ সিনেমার বিশেষ প্রদর্শনেও তার অন্যথা হল না। এদিনের তারকাখচিত সান্ধ্যকালীন আসরে রেখার উপস্থিতি আলাদা করে লাইমলাইট কেড়ে নেয়। আর কাড়বে না-ই বা কেন? প্রিমিয়ারের রেড কার্পেটে পা দিয়েই পাপারাজ্জিদের সঙ্গে হাসিমুখে কুশল মঙ্গল বিনিময় করার পর অগস্ত্যা নন্দার 'ইক্কিস' পোস্টারে স্নেহের চুম্বন এঁকে দেন রেখা। পোস্টারে অমিতাভের নাতির মুখের উপর হাত বুলিয়ে চুমু খেতে দেখা যায় 'এভারগ্রিন' অভিনেত্রীকে। আর সেই লেন্সবন্দি মুহূর্তই ছবিশিকারীদের সুবাদে বর্তমানে নেটভুবনে দাপিয়ে বেড়াচ্ছে। যা দেখে অনুরাগীদের মন্তব্য, 'যতই হোক পুরনো প্রেম, এত সহজে কি ভোলা যায়?'
'ইক্কিস' ছবির হাত ধরেই বড়পর্দায় প্রথমবার মুখ্য ভূমিকায় অবতরণ করতে চলেছেন বিগ বি'র মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দা। পরমবীরচক্র সম্মানে ভূষিত অরুণ ক্ষেত্রপালের চরিত্রে দেখা যাবে অগস্ত্যকে। তবে এদিনের প্রিমিয়ারে বচ্চন পরিবারের কোনও সদস্যকে দেখা যায়নি। কিন্তু সশরীরে উপস্থিত না থাকলেও ভ্লগে নাতিকে নিয়ে আবেগে ভাসেন বিগ বি। ছলছল চোখে অগস্ত্যর শৈশবের স্মৃতি ভাগ করে নিয়ে অমিতাভ লেখেন, "আজ আমার যতটা আনন্দ হচ্ছে, ততটাই আবেগপ্রবণ হয়ে পড়েছি আমি।" উল্লেখ্য, শ্রীরাম রাঘবন পরিচালিত একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। প্রয়াত বাবার উদ্দেশেই সোমবার মুম্বইয়ের আন্ধেরির পিভিআর আইকনে 'ইক্কিস'-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন সানি-ববিরা। দেওল ব্রাদার্স-এর আমন্ত্রণে সাড়া দিয়ে পৌঁছে যান রেখাও। সেখানেই আশীর্বাদস্বরূপ বিগ বি'র নাতিকে 'আদর' করতে দেখা যায় অভিনেত্রীকে।
