সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনতিদূরেই ৪০০ একর জমির গাছ কাটা নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি! ওই জমিতে তথ্যপ্রযুক্তি পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। সেই প্রেক্ষিতেই রবিবার থেকে বুলডোজার চালিয়ে গাছ কাটা শুরু হয়। বাদ সাধে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। জমি দখল নিয়ে লাগাতার আন্দোলনে নেমেছিল তাঁরা। পুলিশি ধরপাকড়ের মুখেও পড়তে হয় পড়ুয়াদে। সেসব ধ্বস্তাধ্বস্তির ছবি-ভিডিও নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। এবার সংশ্লিষ্ট ইস্যুতে সুর চড়ালেন রিচা চাড্ডা। একযোগে রাহুল গান্ধী এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে বিঁধেছেন অভিনেত্রী।
বলিউডের পর্দায় কম দেখা গেলেও বরাবরই রাজনৈতিক কিংবা সামাজিক ইস্যু নিয়ে সরব হন রিচা চাড্ডা। অতীতে মোদি সরকারের বিরুদ্ধেও আওয়াজ তুলে বিরাগভাজন হয়েছিলেন অভিনেত্রী। এবার বনাঞ্চল ধ্বংস নিয়ে তোপ দাগলেন তেলেঙ্গানার কংগ্রেস সরকারের উদ্দেশে। বুধবার, তেলেঙ্গানা পুলিশের লাঠিচার্জের কোপে পড়ে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়ারা। সেই প্রতিবাদী ভিডিও শেয়ার করেই রাহুল গান্ধীর 'মহব্বতের দোকানে'র খোঁজ করলেন রিচা চাড্ডা। অভিনেত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "এই যে রাহুল গান্ধী, আপনার তো ভীষণ মহব্বত (প্রেম), এবার একটু পরিবেশের উপরও প্রেম দেখান দয়া করে।" সেই পোস্টে তেলেঙ্গানা সরকারকেও ট্যাগ করেছেন রিচা। উল্লেখ্য, সংশ্লিষ্ট ইস্যুতে সুর চড়িয়েছেন আরও এক অভিনেত্রী। তিনি দিয়া মির্জা। জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন দিয়া।
প্রসঙ্গত, রবিবার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনতিদূরের জমিতে গাছ কাটা শুরু হতেই 'গো ব্যাক' স্লোগান দিয়ে বুলডোজারের উপরে উঠে পড়েন পড়ুয়ারা। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান একাংশ। কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। পড়ুয়াদের মতে, ৪০০ একর জমিতে প্রচুর জীববৈচিত্র্য রয়েছে। গাছ কেটে ফেললে তা একেবারে ধ্বংস হয়ে যাবে। তাঁদের সঙ্গী হয় ভাটা ফাউন্ডেশন নামে একটি এনজিও। যৌথভাবে তাদের আবেদন, ওই এলাকাটি বনাঞ্চল হিসাবে ঘোষিত হোক। বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় ওই অঞ্চলকে জাতীয় উদ্যান হিসাবে গড়ে তোলা হোক, এমনটাই প্রস্তাব দিয়েছেন পড়ুয়ারা। যদিও তেলেঙ্গানা সরকারের পালটা জবাব, হায়দরাবাদের অনেক জায়গাতেই সাপ, ময়ূর রয়েছে। কিন্তু সবকিছুকে বনাঞ্চল বলা যায় না। এবার সেই প্রেক্ষিতেই তেলেঙ্গানার কংগ্রেস সরকার এবং রাহুল গান্ধীকে বিঁধলেন রিচা চাড্ডা।