shono
Advertisement
Dilip Ghosh

'বিরোধী-ভোট-ঘৃণা, সব রাজনীতিকে রগড়ে দিতে পারে প্রেম', 'বর' দিলীপের উদ্দেশে কী বললেন ঋদ্ধি?

প্রবীণ রাজনীতিকের বিয়ের দিন প্রেমের মাহাত্ম্যের কথা মনে করিয়ে দিয়ে অভিনেতা।
Published By: Sandipta BhanjaPosted: 06:03 PM Apr 18, 2025Updated: 06:03 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'রগড়ে দেব'- একুশের বিধানসভা নির্বাচনের আগে ঝড় তুলেছিল দিলীপ ঘোষের এহেন হুঙ্কার। সংবাদ প্রতিদিন ডট ইন-এর মুখোমুখি হয়ে বিরোধী শিবিরের তারকাদের উদ্দেশে প্রবীণ রাজনীতিকের করা এই মন্তব্যে বিনোদুনিয়া তো বটেই এমনকী গ্ল্যামারজগতেও তোলপাড় পড়ে যায়। দিলীপ ঘোষের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদে সরব হন তারকারা। আর শুক্রবার ষাটোর্ধ্ব নেতার বিয়ের দিন রগরগে সেই 'সংলাপ' মনে করিয়ে দিয়ে ঋদ্ধি সেন বললেন, প্রেম সব ধরনের রাজনীতিকে রগড়ে দিতে পারে।

Advertisement

'সংবাদ প্রতিদিন' ডিজিটালকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছিলেন, বুদ্ধিজীবীরা সমাজের বোঝা। নির্বাচন উপলক্ষে‌ বিজেপি বিরোধী একটি গান প্রসঙ্গে, প্রশ্নের উত্তরে তাঁর জবাব ছিল, "আমি শিল্পীদের বলেছি, আপনারা গান গান, নাচুন। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের জন্য ছেড়ে দিন। নাহলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন, আমি কীভাবে রগড়াই।" তাঁর এই মন্তব্যের পরই শিল্পীমহলে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। শুরু হয় বিতর্ক। দীর্ঘদিন এই মন্তব্য নিয়ে নেটপাড়া সরগরম ছিল। এবার প্রবীণ রাজনীতিকের বিয়ের দিন সেকথা আউড়ে প্রেমের মাহাত্ম্যের কথা মনে করিয়ে দিয়ে ঋদ্ধি সেন। দিলীপ ঘোষের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুক্রবার ঋদ্ধি সেন লেখেন, 'কিচ্ছু চাননি উনি,আজীবন ভালোবাসা ছাড়া। উনিও তাদেরই দলে, বার বার মরে যায় যারা? রাজনীতি, বিরোধী রাজনীতি, ভোটের রাজনীতি, ঘৃণার রাজনীতি, সবাইকে 'রগড়ে' দিতে পারে একটাই জিনিস- প্রেম।' এদিন ঠাট্টা করেই বরবেশে একটি ছবি পোস্ট করে মীর আফসার আলি প্রশ্ন ছুড়েছেন, 'আজ আমি নিত বর। বলুন তো কার বিয়েতে যাচ্ছি?'

জীবনের ষাট বসন্ত পার করেছেন একাই। বঙ্গ বিজেপির সেই রঙিন চরিত্র দিলীপ ঘোষ শুক্রবার আবদ্ধ হচ্ছেন বিবাহ বন্ধনে। সংঘের প্রচারক থেকে সংসার জীবনে কীভাবে? নানামহলে চলছে নানারকম চর্চা। তবে সবকিছুকে ‘ডোন্ট কেয়ার’ বলে সকাল থেকেই বিয়েতে ব্যস্ত দিলীপ। বিকেলেই আইনি বিয়ের মাধ্যমে এক হবেন দিলীপ-রিঙ্কু ওরফে রিঙ্কু মজুমদার। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিউটাউনে বৈদিক মতে বিয়ে সারবেন তাঁরা। সূত্রের খবর, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মাত্র ৩০ জন। বিয়ে মানে জমিয়ে খাওয়াদাওয়া। তবে বিজেপি নেতার বিয়ে বলা কথা। তাই মেনুর দিকেও যথেষ্ট নজর রয়েছে সকলের। জানা গিয়েছে, দিলীপ ঘোষের বিয়ের (Dilip Ghosh Marriage) মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া, রসগোল্লা ও আইসক্রিম। আগামী ১৯ এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন। ওইদিন প্রাতঃভ্রমণে ১৫০ জনকে ইডলি খাওয়াবেন। এরপর জন্মদিনের বিকেলে নাকি সস্ত্রীক খড়গপুরে রওনা দেওয়ার কথা 'দাবাং' দিলীপের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'রগড়ে দেব'- একুশের বিধানসভা নির্বাচনের আগে ঝড় তুলেছিল দিলীপ ঘোষের এহেন হুঙ্কার।
  • শুক্রবার ষাটোর্ধ্ব নেতার বিয়ের দিন রগরগে সেই 'সংলাপ' মনে করিয়ে দিয়ে ঋদ্ধি সেন বললেন, প্রেম সব ধরনের রাজনীতিকে রগড়ে দিতে পারে।
Advertisement