shono
Advertisement
Rina Chowdhury

বোনের পরিচালনায় পর্দায় কামব্যাক চুমকি চৌধুরীর, বাবার ঘরানাই কি পাথেয় অঞ্জনকন্যার?

কোন চরিত্রে দেখা যাবে চুমকিকে?
Published By: Arani BhattacharyaPosted: 09:42 PM May 27, 2025Updated: 09:42 PM May 27, 2025

সন্দীপ্তা ভঞ্জ: অঞ্জন চৌধুরী। বাংলা চলচ্চিত্র জগতের অবিস্মরণীয় এক নাম। তাঁর পরিচালনায় একের পর এক ছবি দর্শক ভালোবাসায় ভুলিয়ে দিয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে পালটেছে বাংলা ছবির ধরন। তবে তাঁর ছবি আছে তাঁর ছবির জায়গাতেই। এবার বাবার পথে হেঁটে ফের পরিচালনায় ফিরছেন অঞ্জনকন্যা রিনা চৌধুরী। সঙ্গী পরিচালকের আরেক কন্যা চুমকি চৌধুরীও। এবার বোন রিনার পরিচালনাতে দেখা যাবে তাঁকে। বোন রিনার সব কাজে সর্বক্ষণের সঙ্গী দিদি চুমকি। একসময়ে বাবার ছবিতে চুটিয়ে কাজ করেছেন দুই বোন। এবার কি বাবার কাজ, বাবার ঘরানাকেই পাথেয় করে এগিয়ে যাবেন তাঁরা, নিজেদের নতুন কাজের মাধ্যমে? নতুন ছবি নিয়ে কথা বলতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল রিনা চৌধুরীর সঙ্গে।

Advertisement

রিনা জানিয়েছেন, দিদি চুমকি তাঁর সর্বক্ষণের সঙ্গী। সব কাজই দিদিকে ছাড়া চলে না একেবারে। আর তাই তাঁর আগামী ছবিতে থাকবেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে চুমকি। জমিদার বাড়ির গিন্নির চরিত্রে দেখা যাবে তাঁকে। এমন চরিত্রে আগে কখনও দর্শক দেখেননি চুমকিকে। ছবিতে তাঁর চরিত্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই জানিয়েছেন রিনা। তাই এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

অন্যদিকে বাবা অঞ্জন চৌধুরীর 'আব্বাজান' ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন রিনা চৌধুরী। জানা যাচ্ছে, সেই নতুন ছবিতে মুসলিম মা আর হিন্দু ছেলের স্নেহ, ভালোবাসার কথাই তুলে ধরা হবে। ছবিতে অভিনয় করবেন তরুণকুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায় ও উত্তমকুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়। বর্তমান সময়ের নিয়ম মেনে নাকি ১৫ দিনে শুটিং শেষ করলেও এখনকার গল্পের প্লট বা ধরন কোনওটার ছায়াই নাকি তাঁর ছবিতে থাকবে না। থাকবে নাকি আদ্যোপান্ত তাঁদের বাবার ছবির ছায়া। এই ছবিতেও তাঁর পরিচালনায় দিদি চুমকির অভিনয় করার কথা ছিল। কিন্তু বারবার ডেট ক্ল্যাশ করায় তা সম্ভব হয়নি। তবে আগামী ছবিতে দিদির সঙ্গে কাজ করার খবর সংবাদ প্রতিদিন ডট ইন-কে সুনিশ্চিত করেছেন রিনা চৌধুরী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিনা জানিয়েছেন, দিদি চুমকি তাঁর সর্বক্ষণের সঙ্গী। সব কাজই দিদিকে ছাড়া চলে না একেবারে।
  • আর তাই তাঁর আগামী ছবিতে থাকবেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে চুমকি।
  • জমিদার বাড়ির গিন্নির চরিত্রে দেখা যাবে তাঁকে।
Advertisement