shono
Advertisement
Ritabhari Chakraborty

'আর কাউকে ইমপ্রেস করতে চাই না...', কেন এমন বললেন ঋতাভরী?

কী বললেন অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 09:34 PM May 14, 2025Updated: 09:34 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুমিত অরোরার সঙ্গে নতুন ইনিংস শুরু করেছেন। বাগদান সাড়া। বিয়ের প্রস্তুতি চলছে বলেও শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ঘনিষ্ঠমহলের সহ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রেমিককে। এবার জীবনের বিশেষ উপলব্ধির কতা জানালেন ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রী বলছেন, 'আর কাউকে ইমপ্রেস করতে চাই না...।'

Advertisement

আসলে মাসাবা গুপ্তার শাড়িতে নিজেকে সাজিয়েছেন ঋতাভরী। সেই ছবির ক্যাপশনেই নিজের বর্তমান জীবনদর্শন উজাড় করে দিলেন। তিনি লিখেছেন, 'আমি বর্তমানে জীবনের সেই জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে আর কাউকে ইমপ্রেস করতে চাই না। বরং ভিতর থেকে শান্তি অনুভব করা আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আমার কাছে এটাই বেশি প্রাধান্য পায়। আমি এখন পাত্তা দিই না যে ফ্যাশন ট্রেন্ড কী, কী চলছে আর কী চলছে না? নিজের সাজের নেপথ্যের কাহিনিও তুলে ধরলেন ঋতাভরী। তিনি লিখেছেন, দিদিমার অনুপ্রেরণাতেই এমন চুলের স্টাইল, মুক্তোর মালা বেছে নেওয়া।'

সময়টা ২০১৭ সাল। ‘নেকেড’ শর্টফিল্মের কাজে ব্যস্ত ঋতাভরী। সুমিত ব্যস্ত ‘হোয়াইট শার্ট’ নিয়ে। দু’টি শর্টফিল্মই ‘টপ ফাইভ শর্টফিল্মস টু ওয়াচ আউট’-এর তালিকায় উঠে আসে। সেই সূত্রে সুমিত অরোরার সঙ্গে পরিচয়। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় বলিউডের চিত্রনাট্যকার সুমিতের ফ্রেন্ড রিকোয়েস্ট পান ঋতাভরী। বন্ধুত্বের প্রস্তাবে সাড়াও দেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় কথাবার্তা হত দু’জনের। এরপর ‘পরী’ ছবির শুটিংয়ের সময় মুম্বইয়ে সুমিতের সঙ্গে দেখাও হয় ঋতাভরীর। তারপর কখনও কলকাতার অলিগলি, আবার কখনও শান্তিনিকেতনে দেখা হয়েছে দু’জনের। ধীরে ধীরে কাছের বন্ধু থেকে প্রেমিক হয়ে যান সুমিত। বাগদানও সেরে ফেলেছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুমিত অরোরার সঙ্গে নতুন ইনিংস শুরু করেছেন। বাগদান সাড়া।
  • এবার জীবনের বিশেষ উপলব্ধির কতা জানালেন ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রী বলছেন, 'আর কাউকে ইমপ্রেস করতে চাই না...।'
Advertisement