shono
Advertisement
Rupanjana Mitra

'আপনাকে আক্রমণ করতে পারিনি বলেই বিজেপি ছেড়েছি', মমতাকে খোলা চিঠি রূপাঞ্জনার

খোলা চিঠিতে আর কী লিখলেন রূপাঞ্জনা?
Published By: Akash MisraPosted: 06:30 PM Oct 22, 2024Updated: 07:56 PM Oct 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র(Rupanjana Mitra)। তবে দলে যোগ দেওয়ার পর আচমকাই বিজেপি ত্যাগ করেন। সে সময় রূপাঞ্জনা স্পষ্ট করেননি তাঁর বিজেপি ছাড়া নেপথ্যের কারণ। আর এবার সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) এক খোলা চিঠি লিখে জানালেন, তাঁর বিজেপি ছাড়ার আসল কারণ। সঙ্গে পোস্ট করলেন, অভিনেত্রীকে পাঠানো মুখ্যমন্ত্রীর বিজয়ার উপহারের ছবি।

Advertisement

খোলা চিঠিতে কী লিখলেন রূপাঞ্জনা?

অভিনেত্রী লিখলেন, ''মাননীয়া, 2007 থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি, তখন স্বল্প বয়েস আমারো তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়ে ছিলাম তারপর একটা গোটা দশক অনেক কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম..জানার ইচ্ছে আরো বাড়লো বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম অব্যশই এক অন্য দলে.. প্রথম দিন আমাদের বলা হয়েছিল আপনাকে, আপনার নাম সম্মানকে ATTACK করতে কারণ আপনার নামটাই তাদের কাছে থ্রেট! !''

এই খোলা চিঠিতে রূপাঞ্জনা আরও লিখলেন, ''আপনাকে আর আপনার নামকে attack করতে পারিনি বলে নিজে ছেড়ে দিলাম দল | আপনার কাছে শুধু একটাই আবেদন আপনি আরো সংবেদনশীল হন যাতে আমাদের পুরোনো দিদিকে আমরা ফিরে পাই | আপনার কাছে অনেকে পৌঁছোতে চেয়েও পরেনা কারণ কিছু মধ্যেখানের সিলেক্টেড/ইলেক্টেড অল্ডারম্যানদের মতো বিশেষ লোকজনদের জন্য যারা নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আপনার কাছে মানুষের কথা পৌঁছোতে দেয়না বা হয়তো কোনো ভাবে পৌঁছোনো যায়না অনেক দরকারি বিষয়ে... আপনার পক্ষে সব জানা সম্ভব হয়না কিন্তু আপনাকে দায়ে নিতে হবে সবের তাই একজন এই রাজ্যের এবং এই দেশের নাগরিক হয়ে আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি নিজে হাত বাড়িয়ে দিন যাতে আপনার সাথে মানব বন্ধন আরো শক্তিশালী হয়ে উঠুক। প্রণাম নেবেন, শুভ বিজয়া।''

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আপনার নাম সম্মানকে ATTACK করতে কারণ আপনার নামটাই তাদের কাছে থ্রেট! !''
  • তবে দলে যোগ দেওয়ার পর আচমকাই বিজেপি ত্যাগ করেন।
Advertisement