shono
Advertisement
Saif Ali Khan

মুম্বইয়ে নতুন দু'টি অফিস কিনলেন সইফ, ছোটে নবাবের মোট সম্পত্তির পরিমাণ জানেন?

সইফের নতুন সম্পত্তির মূল্য কত জানেন?
Published By: Arani BhattacharyaPosted: 09:10 AM Nov 20, 2025Updated: 10:29 AM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক সূত্রেই হোক বা নিজের, বিপুল সম্পত্তির মালিক নবাবপুত্র সইফ আলি খান। এবার সেই সম্পত্তির পরিমাণ আর খানিক বাড়ালেন তিনি। সম্প্রতি সইফের মোট সম্পত্তির তালিকায় সংযুক্ত হয়েছে মুম্বইয়ের নতুন দু'টি অফিস ইউনিট। এছাড়াও সইফের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? 

Advertisement

জানা যাচ্ছে, মুম্বইয়ের পূর্ব আন্ধেরিতে সম্প্রতি দু'টি অফিস কিনেছেন সইফ। যার মোট আয়তন ৫৬৮১ বর্গফুট। এই সম্পত্তির মোট মূল্য নাকি ৩০ কোটি ৭৫ লক্ষ টাকা। আমেরিকার একটি ওষুধ সংস্থার মালিকানাধীন ছিল সইফের নতুন ওই সম্পত্তি। রয়েছে ছ'টি গাড়ি রাখার মতো জায়গাও। তবে এই প্রথম নয়, এর আগেও মুম্বইয়ে একাধিক সম্পত্তি কিনেছেন সইফ। রয়েছে পারিবারিকসূত্রে পাওয়া সম্পত্তিও। মুম্বইয়ের বান্দ্রায় একটি ফ্ল্যাট রয়েছে সইফের। যার বাজারমূল্য ১০৩ কোটি টাকা। সবমিলিয়ে সইফ আলি খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকা।

অন্যদিকে পারিবারিক সূত্রে সইফ পেয়েছেন প্রাসাদোপম 'পতৌদি প্যালেস'। প্রায় ১০ একর জমির উপর নির্মিত এই প্যালেসের বাজারমূল্য আনুমাণিক ৮০০ কোটি টাকা। রয়েছে প্রায় দেড়শোটি ঘর, প্রাসাদের সব কোণাতেই রয়েছে নবাবিয়ানার ছোঁয়া। এমনকী বেশকিছু বলিউডের ছবির শুটিংও হয়েছিল এই প্রাসাদে। সাম্প্রতিককালে শুটিং হয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা যাচ্ছে, মুম্বইয়ের পূর্ব আন্ধেরিতে সম্প্রতি দু'টি অফিস কিনেছেন সইফ। যার মোট আয়তন ৫৬৮১ বর্গফুট।
  • এই সম্পত্তির মোট মূল্য নাকি ৩০ কোটি ৭৫ লক্ষ টাকা।
  • আমেরিকার একটি ওষুধ সংস্থার মালিকানাধীন ছিল সইফের নতুন ওই সম্পত্তি।
Advertisement