সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা, এই পাওয়ার কাপলের প্রেম-সম্পর্ক ও দাম্পত্যযাপন অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিজেদের ব্যক্তিগত জীবন, সন্তানদের ক্যামেরার সামনে আনার বিষয়ে সীমারেখা টেনে রেখেছেন তাঁরা দু'জন। মেয়ে ভামিকা আর ছেলে অকায়কে নিয়ে লন্ডনে এখন সুখের সংসার তাঁদের। এহেন বিরাটের সঙ্গে এক আলাপচারিতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ করে নিলেন সাইনা নেহওয়াল।
সাইনার সাক্ষাৎকারের সেই সেই ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। সেখানে বিরাট সম্পর্কে সাইনাকে বলতে শোনা যায় একদা বিরাটের সঙ্গে তাঁর এক আলাপচারিতার প্রসঙ্গ। সেই নিয়ে সাইনা বলেন, "বিরাটপুত্র অকায়ের হয়তো ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়েছে। বাবা হিসেবে তা তিনি অনুমান করেছেন। শুধু তাই নয় বিরাটের সঙ্গে সেই আলাপচারিতায় সাইনার পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। একইসঙ্গে ভারতীয় ক্রিকেটে বিরটের অবদান নিয়েও মুখ খোলেন সাইনা। বলেন, "ভারুতীয় ক্রিকেটের উত্তরণে বিরাটের ভূমিকা অনস্বীকার্য। যদিও এর আগের প্রজন্মের খেলোয়াড়রা, যেমন শচীন তেণ্ডুলকরের অবদান রয়েছে ভারতীয় ক্রিকেটে। তেমনই বিরাটেরও রয়েছে।"
সাইনা আরও বলেন, "আসলে খেলোয়াড়দের জীবন কঠিন নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলায় মোড়া। পরবার থেকে প্রায়ই দূরে থাকতে হয় তাঁদের। কিন্তু পরিবারের সঙ্গে যখন সময় কাটানোর সুযোগ হয় তখন আর খেলা নিয়ে নয় বরং নিজেদের কথা বলে, আড্ডা দিয়েই সময় কাটে প্রিয়জনদের সঙ্গে।
