shono
Advertisement
Yashvardhan Ahuja

বাবা-মায়ের বিচ্ছেদ জল্পনার মাঝে বড় সাফল্য, নয়া ভূমিকায় গোবিন্দা-সুনীতার ছেলে!

বাবা-মায়ের বিচ্ছেদ জল্পনা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হর্ষবর্ধন।
Published By: Sayani SenPosted: 12:34 PM Jan 25, 2026Updated: 12:44 PM Jan 25, 2026

বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। গোবিন্দা-সুনীতার মধ্যে কাদা ছোড়াছুড়ি লেগেই রয়েছে। তার মাঝে গোবিন্দার ছেলে হর্ষবর্ধন আহুজার জীবন বদলাতে চলেছে। সব ঠিকঠাক থাকলে সম্ভবত চলতি বছরেই বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর।

Advertisement

শোনা যাচ্ছে, সাজিদ খান পরিচালিত ছবিতে দেখা যাবে হর্ষবর্ধনকে। এবার নাকি হাস্যকৌতূক ছেড়ে কোনও রহস্য রোমাঞ্চে ভরা ছবির পরিচালনা করতে চলেছেন সাজিদ। সেই ছবির জন্য একেবারে আনকোরা মুখ খুঁজছিলেন পরিচালক। গোবিন্দা-সুনীতার ছেলে হর্ষবর্ধনকেই নাকি মনে ধরে পরিচালকের। তাই তাঁকে দিয়ে নতুন ঘরানার ছবিতে আত্মপ্রকাশ করতে চান সাজিদ। একতা কাপুর এবং শোভা কাপুরের বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় ছবিটি তৈরি হচ্ছে। বলিউড সূত্রের খবর, হর্ষবর্ধন আহুজার সঙ্গে 'লাপাতা লেডিজ' খ্যাত নীতাংশী গোয়েলকে দেখা যাবে। শোনা যাচ্ছে, মুম্বই ফিল্মসিটিতেই নাকি চলছে শুটিং। বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর কথা মাথায় রেখে গত ২৩ জানুয়ারি থেকে ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে।

১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা। পরের বছরই ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্ম হয়। পরে তাঁদের সংসারে ছেলে যশবর্ধন আসে। বাবা-মায়ের বিচ্ছেদ জল্পনা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হর্ষবর্ধন। শোনা যায়, দু'জনের সম্পর্কের জটিলতা কাটাতে বাড়িতে নাকি পুজোপাঠের আয়োজনও করেছিলেন। যদিও তা নিজের মুখে স্বীকার করেননি হর্ষবর্ধন। সুনীতা বারবার দাবি করেন, ছেলের কেরিয়ার নিয়ে নাকি বিন্দুমাত্রও ভাবনাচিন্তা নেই গোবিন্দার। সুনীতা জানান, "কখনও আমাদের ছেলে বাবাকে বলেনি আমার কেরিয়ার গড়তে সাহায্য করো। বরং আমি বলেছি তুমি সত্যি হর্ষবর্ধনের বাবা তো?" এই টানাপোড়েনের মাঝেই হয়তো মোড় ঘুরতে চলেছে গোবিন্দা-সুনীতার ছেলে হর্ষবর্ধনের। এখন দেখার শেষমেশ কী হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement