আবাসন লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। পুলিশের জালে অভিনেতা তথা স্বঘোষিত সিনেমা সমালোচক কমল আর খান। শুক্রবার রাতে মুম্বই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে ওশিওয়ারা থানায় রয়েছেন তিনি।
গুলিচালনার ঘটনাটি গত ১৮ জানুয়ারির। ওইদিন ওশিওয়ারার আবাসনে মোট দুই রাউন্ড গুলি চলে। নালন্দা সোসাইটি দু'তলা এবং চারতলায় দু'টি গুলির খোল পাওয়া যায়। দু'তলায় লেখক-পরিচালক নীরজ কুমার মিশ্র এবং চারতলায় থাকেন মডেল প্রতীক বেদ। আবাসন লক্ষ্য করে কে গুলি চালিয়েছিল, কেনই বা গুলি চালিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের তদন্তে নেমে মুম্বই পুলিশ অভিনেতা কমল আর খানকে তাঁর স্টুডিও থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে গুলি চালানোর কথা স্বীকার করেছেন অভিনেতা। কমল আর খানের দাবি, বন্দুকটি লাইসেন্সপ্রাপ্ত। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। বন্দুক পরিষ্কারের পর তিনি পরীক্ষা করছিলেন। সে কারণে নাকি ম্যানগ্রোভ অরণ্যের দিকে তাক করে গুলি চালান কমল। আর সেই সময় তীব্র বেগে হাওয়া বইছিল। তার ফলে গুলি আবাসনের দেওয়ালে লাগে। অভিনেতার বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সত্যিই বন্দুক পরিষ্কারের পর গুলি চালানো পরীক্ষা করতে গিয়েই দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।
