shono
Advertisement
Shah Rukh Khan

আসছে রাজার রাজা, কবে মুক্তি পাচ্ছে শাহরুখের 'কিং'? প্রকাশ্যে দিনক্ষণ

অপেক্ষা শুরু হয়েছে ‘কিং’ নিয়ে। আর সেই ছবিতে দুর্দান্ত ‘লার্জার দ্যান লাইফ’ সব স্টান্ট করতে চলেছেন শাহরুখ। কিং খানের জীবনের সবচেয়ে বড় প্রোজেক্ট নাকি এটাই।
Published By: Arani BhattacharyaPosted: 05:17 PM Jan 24, 2026Updated: 06:25 PM Jan 24, 2026


রাজার রাজা আসছে, অপেক্ষা শুধু সময়ের। কথা হচ্ছে বলিউডের 'কিং'খান শাহরুখের। গত বছর থেকেই শাহরুখ ফ্যানেদের মধ্যে তাঁর নতুন ছবি নিয়ে উন্মাদনার পারদ চড়েছিল। বাদশার জন্মদিনেই এসেছিল প্রকাশ্যে এই ছবির টিজার। বলা যায় তা জন্মদিনে নিজের ভক্তদের 'রিটার্ন গিফট' হিসেবেই দিয়েছিলেন শাহরুখ। শনিবার সেই ভক্তদেরই আরও একটু চমক দিলেন কিং খান। এদিন 'জাবরা' ফ্যানেদের বড়সড় চমক দিলেন বাদশা। এদিন প্রকাশ্যে এল শাহরুখের 'কিং' ছবি মুক্তির দিনক্ষণ।

Advertisement

এদিন অ্যাকশনে ভরপুর ছবির একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশ্যে এনে ছবি মুক্তির দিন ঘোষণা করল ছবির টিম। এবার বড়দিনেই বড় চমক দেবেন বলিউডের বাদশা। সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আনা ওই স্বল্পদৈর্ঘ্যের ভিডিওর ক্যাপশনে লেখা '২৪ ডিসেম্বর ২০২৬ সেইনেমা হলে গর্জন করার জন্য প্রস্তুত কিং। অর্থাৎ চলতি বছরের বড়দিনেই মুক্তি পাবে শাহরুখের হেভিওয়েট ছবি 'কিং'। হাতে ঠিক গুনে গুনে বাকি আর এগারো মাস। ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে 'কিং' আর ২৪ জানুয়ারি, বছরের গোড়াতেই সেই ঘোষণা করল ছবির টিম।

 

উল্লেখ্য, বছর চারেকের বিশ্রামের পর আসমুদ্রহিমাচলকে কাঁপিয়ে রুপোলি পর্দায় প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন শাহরুখ ‘পাঠান’ খান। এরপর ‘জওয়ান’ ছাপিয়ে গিয়েছিল আগের ছবিটিকেও। ২০২৩ সালে পরপর দুটি ছবি হাজার কোটির ক্লাবে ঢুকে পড়েছিল। যদিও ‘ডাঙ্কি’ ততদূর সাফল্য পায়নি। কিন্তু সেখানেও অভিনয়ে মাত করেছিলেন শাহরুখ। কিন্তু সেই ছবি মুক্তির পরও কেটে গিয়েছে এক বছরের বেশি সময়। ফের অপেক্ষা দীর্ঘ হচ্ছে ফ্যানদের। অপেক্ষা শুরু হয়েছে ‘কিং’ নিয়ে। আর সেই ছবিতে দুর্দান্ত ‘লার্জার দ্যান লাইফ’ সব স্টান্ট করতে চলেছেন শাহরুখ। কিং খানের জীবনের সবচেয়ে বড় প্রোজেক্ট নাকি এটাই। স্বাভাবিক ভাবেই এমন খবরে উত্তেজনা আরও বেড়েছে ভক্তদের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement