shono
Advertisement

একেই বলে পেশাদার! প্রযোজকের খরচ কমাতে এই পদক্ষেপ আমির-সলমনের, মুগ্ধ বলিউড

কীভাবে 'স্টার ট্যানট্রাম' বর্জিত জীবন কাটান তাঁরা? এবার প্রকাশ্যে এল সেই কথাই।
Published By: Arani BhattacharyaPosted: 11:47 AM Nov 20, 2025Updated: 11:48 AM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'স্টার ট্যানট্রাম', এই কথাটার সঙ্গে পরিচিত নন এমন মানুষ কমই বোধ হয় আছে। বলিউডের তারকারা ঠিক কিরকম জীবনযাপন করেন বা শুটিং ফ্লোরে কীভাবে সময় কাতান শুটিংয়ের অবসরে সেসব জানার ইচ্ছা আমজনতার মনে রয়েছে ভরপুর। শুধু কি তাই, শুটিং ফ্লোরে তারকাদের নিজস্ব ভ্যানিটি ভ্যান থেকে পছন্দের খাবার, সবটা না মিললেই তারকাদের মেজাজের ছন্দপতন হয়, এমনই এক বদ্ধমূল ধারণা রয়েছে সকলের মনে। তবে এসব থেকে নাকি অনেক দূরেই থাকেন বলিউডের দুই খান আমির খান ও সলমন খান।

Advertisement

কীভাবে 'স্টার ট্যানট্রাম' বর্জিত জীবন কাটান তাঁরা এবার প্রকাশ্যে এল সেই কথাই। শুটিং ফ্লোরে বাড়তি খরচ প্রযোজকের উপর চাপানোর বদলে নিজের খরচ নিজেই করতে ভালোবাসেন তাঁরা। এবার এই নিয়ে মুখ খুলেছেন বলিউডের দুই কোরিওগ্রাফার পীযূষ ভগৎ ও সাজিয়া শামজি। সম্প্রতি তাঁরা বলেন যে, আমির বা সলমন কখনও তাঁদের ব্যক্তিগত কোন খরচ প্রযোজনা সংস্থার উপর চাপান না। তাঁরা তাঁদের ব্যক্তিগত খরচ একেবারেই নিজেরা বহন করেন। ছবির শুটিং ফ্লোরে একেবারে টিমের অংশ হয়ে ওঠেন তাঁরা।

পীযূষ ও সাজিয়া এমনটাও বলেন যে, সলমন যখন কোন ছবির শুটিং করেন তখন তাঁর 'বিইং হিউম্যান ফুড ট্রাক' শুটিং ফ্লোরে শুটিং সেটে থাকবেই। এবং তাতে বিভিন্নরকম সুস্বাদু খাবার আসে। যা সলমন নিজে উপস্থিত থেকে ফ্লোরের সকলকে খাওয়ান। তবে শুধু সলমন একা নন, এই তালিকায় রয়েছেন আমিরও। প্রযোজকের খরচ কমাতে বেশ তৎপর তিনিও। আর তাই কখনও নিজের গাড়ির চালকের জন্য কোন খরচ প্রযোজনা সংস্থার থেকে নেন না তিনি। এর আগে যদিও নতুন প্রজন্মের ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতা নিয়ে মুখ খুলেছিলেন আমি। তখন তিনি এই প্রসঙ্গ তুলেছিলেন। বলেছিলেন, "এই প্রজন্মের অভিনেতাদের শুটিংয়ের তুলনায় অন্য বাকি সবকিছুতেই আগ্রহ। এমনকী শুটিংয়ের সময় তাঁরা নিজেদের ব্যক্তিগত খরচ সবটাই প্রযোজকের কাছ থেকে নেন। যা একেবারেই নিয়মবিরুদ্ধ। এভাবে খরচ যদি অকারণ বাড়ে তাহলে তা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুটিং ফ্লোরে বাড়তি খরচ প্রযোজকের উপর চাপানোর বদলে নিজের খরচ নিজেই করতে ভালোবাসেন তাঁরা।
  • এবার এই নিয়ে মুখ খুলেছেন বলিউডের দুই কোরিওগ্রাফার পীযূষ ভগৎ ও সাজিয়া শামজি।
  • সম্প্রতি তাঁরা বলেন যে, আমির বা সলমন কখনও তাঁদের ব্যক্তিগত কোন খরচ প্রযোজনা সংস্থার উপর চাপান না।
Advertisement