shono
Advertisement
Salman Khan

অপারেশন সিঁদুরে চুপ, সংঘর্ষবিরতি নিয়ে পোস্ট করতেই বিতর্কে সলমন

সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন বহু তারকা।
Published By: Sayani SenPosted: 02:36 PM May 11, 2025Updated: 02:41 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন বহু তারকা। সেই তালিকায় ছিলেন সলমন খানও। আর তাতেই বিতর্কে ভাইজান। নেটিজেনদের লাগাতার খোঁচায় বাধ্য হয়ে অবশেষে পোস্ট ডিলিট করলেন তিনি।

Advertisement

ধর্ম বেছে বেছে পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা চলে। প্রাণ হারান ২৬ জন। সেই সময় অবশ্য সোশাল মিডিয়ায় সরব হন সলমন খান। "পৃথিবী নরকে পরিণত হয়েছে", বলেই দাবি করেন তিনি। এরপর গত ৭ মে, পালটা ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর শুরু করে। ১০ মে বিকেল ৫টা পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আবহ বজায় ছিল। এরপর সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ে অবশ্য অপারেশন সিঁদুর নিয়ে একটি মন্তব্যও করেননি সলমন।

অথচ সংঘর্ষবিরতি হওয়ামাত্রই আর পাঁচজন তারকার মতো সোশাল মিডিয়ায় পোস্ট করেন সলমন। সংঘর্ষবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান বলিউডের ভাইজান।

সংঘর্ষবিরতিকে সমর্থন করে সলমনের সোশাল মিডিয়া পোস্ট

তাঁর X হ্যান্ডেলের পোস্ট বিদ্যুতের গতিতে ভাইরাল হয়। আর তারপর থেকেই ধেয়ে আসতে শুরু করে কটাক্ষের বন্যা। নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন, "পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় চুপ ছিলেন কেন?" আবার কেউ কেউ লিখেছেন, "সবে ঘুম ভাঙলো?" একের পর এক খোঁচায় প্রায় তিতিবিরক্ত ভাইজান। তাই কিছুক্ষণের মধ্যে ওই পোস্টটি ডিলিট করে দেন সলমন। তাতে অবশ্য অভিনেতার পাশে দাঁড়ান এক নেটিজেন। তিনি দাবি করেন, "X হ্যান্ডলে পোস্ট করার পরই সংঘর্ষবিরতির তোয়াক্কা না করে গুলিগোলা ছুড়তে শুরু করে পাকিস্তান। সে কারণেই পোস্টটি ডিলিট করে দেন সলমন। তিনি কী ভুল করেছেন?" যদিও পালটা সলমনের তরফ থেকে আর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন বহু তারকা।
  • সেই তালিকায় ছিলেন সলমন খানও। আর তাতেই বিতর্কে ভাইজান।
  • নেটিজেনদের লাগাতার খোঁচায় বাধ্য হয়ে অবশেষে পোস্ট ডিলিট করলেন তিনি।
Advertisement