সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মুম্বইয়ে আমিরের ছবি 'সিতারে জমিন পর' ছবির প্রিমিয়ারে কড়া নিরাপত্তা বলয়ের মাঝে এসেছিলান বলিউডের 'ভাইজান' সলমন খান। আমিরের নতুন ছবির প্রিমিয়ারে এসে 'মিস্টার পার্ফেকশনিস্ট' ও 'ভাইজান' মজায়, খুনসুটিতে মেতে উঠেছিলেন। সেই ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল।
বিপত্তি হল সলমনের সুরক্ষা নিয়ে। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে এদিন ছবি দেখতে এসেছিলেন সলমন খান। ইতিমধ্যেই সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে ছবি শেষে সিনেমাহল থেকে বেরোচ্ছেন সলমন। হঠাৎই তাঁর নিরাপত্তারক্ষীদের ঠেলে সলমনের দিকে এগিয়ে গেলেন এক যুবক। ব্যস, সঙ্গে সঙ্গে সলমনের নিরাপত্তারক্ষীরা সেই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান ওই স্থান থেকে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যদিও এই সময়ে এক্কেবারে ঠাণ্ডা মাথায় মেজাজ ধরে রেখে চলেছেন ভাইজান।
উল্লেখ্য ২০১৮ সাল থেকে নিজের নিরাপত্তা নিয়ে আরও বেশি সতর্ক হন সলমন। ঘটনার সূত্রপাত 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিংয়ে যোধপুরে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকেই লরেন্স বিষ্ণোই প্রতিশোধ নিতে তৎপর। সলমনকে ক্রমাগত খুনের হুমকি দিয়ে চলেছে সে। শুধু তাই নয় ২০২৪ সালে মুম্বইয়ে সলমনের বাড়িতে বিষ্ণোইয়ের দলের দুজন দুষ্কৃতি সলমনের বাড়িতে গুলি চালায় বাইরে থেকেই। এরপরই নিজের পাশাপাশি বাড়ির চারিদিকেও সুরক্ষা বলয় তৈরি করেন সলমন। বসে একাধিক সিসি ক্যামেরা। এখানেই শেষ হয়নি। এরপর থেকে বারবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। এমনকি মুম্বইয়ে নিজের ফার্মহাউজে যাওয়ার সময়ও তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছে বিষ্ণোইয়ের দলের লোক। তাই নিজের নিরাপত্তা নিয়ে কোনওরকম আপোস করতে রাজি নন 'ভাইজান'।
