shono
Advertisement

Breaking News

Salman Khan

ষাটে পা দেওয়ার আগে বার্ধক্যের ভয়ে কাঁটা সলমন! ঘাম ঝরানোর ছবি দিয়ে কী আক্ষেপ ভাইজানের?

জন্মদিনের আগে অনুরাগীদের 'অ্যাড্রিনালিন রাশ' বাড়িয়ে কী বললেন সলমন?
Published By: Sandipta BhanjaPosted: 08:41 PM Dec 22, 2025Updated: 08:41 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র ছয় দিনের অপেক্ষা। ষাটের কোঠায় প্রবেশ করতে চলেছেন বলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সলমন খান। তার প্রাক্কালেই বার্ধক্যের ভয়ে কাঁটা সুপারস্টার! সোমবার জিম থেকে ঘাম ঝরানোর ছবি দিয়ে বয়স বাড়ার সঙ্গে চেহারার গড়ন বদলে যাওয়ার আক্ষেপ শোনা গেল ভাইজানের মুখে। মাসখানেক আগে চেহারার জন্য 'বুড়ো' বলে ট্রোলড হতে হয়েছিল তাঁকে। সেই সুবাদেই কি অভিনেতা এবার বয়স বাড়া নিয়ে চিন্তিত?

Advertisement

কাকতালীয়ভাবে বলিউডের খান সাম্রাজ্যের 'ত্রয়ী'রই পঁচিশ সালে ষাট বছর পূর্ণ হচ্ছে। মাসখানেক আগেই ষাটের কোঠায় পা রেখেছেন শাহরুখ-সলমন। এবার কনিষ্ঠ খান সলমনের ষাট বসন্ত পূর্ণ করার পালা। আর মাত্র দিন ছয়েক। তার পরই ২৭ ডিসেম্বর ভাইজানের জন্মদিন। শাহরুখ-আমিররা ষাট বছরের জন্মদিন স্পেশালভাবে উদযাপন করেছেন, এবার 'পাখির চোখ' সলমনের বার্থডে সেলিব্রেশনের দিকে। যদিও বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার খুনের হুমকিতে গত দু'বছর ধরে পরিবারের সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার সেলিব্রেশনে মেতেছেন ভাইজান, এবারও কি সেরকমই কোনও পরিকল্পনা রয়েছে? কৌতূহলী অনুরাগীরা। তবে উদযাপন যেমনই হোক, ষাটের জন্মদিনে ভক্তদের জন্য যে সলমন 'রিটার্ন গিফট' তৈরি রেখেছেন, সেকথা আগেভাগেই কানাঘুষো শোনা গিয়েছিল। খবর, আগামী ২৭ তারিখ 'ব্যাটেল অফ গালওয়ান'-এর পয়লা ঝলক উন্মোচন করবেন তিনি।

এদিকে জন্মদিনের প্রাক্কালে সলমনের শেয়ার করা পোস্ট দেখে অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। ভাইজান বলছেন, "ইশ, ৬০ বছর বয়সেও যদি আমাকে এইরকম দেখতে লাগত! এই তো ছয় দিন পরই...।" তবে সলমনের উদ্বেগকে উড়িয়ে দিয়ে অনুরাগীমহলের উল্লাস, 'ভাইজান ষাটোর্ধ্ব হলেও পর্দায় বুড়ো হাড়ে ভেলকি দেখাবেন আপনি।' কেউ বা বললেন, 'বয়সের ভারে ভবিষ্যতে নুইয়ে পড়লেও আপনি আমাদের প্রিয় সুপারস্টার হয়েই থাকবেন।' মাসখানেক আগে অবশ্য 'বুড়ো' বলে ট্রোলড হতে হয়েছিল সলমনকে। জন্মদিনের প্রাক্কালে এই ছবি শেয়ার করে পালটা নিন্দুকদেরই ব্যঙ্গ করলেন না তো ভাইজান? কৌতূহল তুঙ্গে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর মাত্র ছয় দিনের অপেক্ষা।
  • ষাটের কোঠায় প্রবেশ করতে চলেছেন বলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সলমন খান।
  • খবর, আগামী ২৭ তারিখ 'ব্যাটেল অফ গালওয়ান'-এর পয়লা ঝলক উন্মোচন করবেন তিনি।
Advertisement