বিশেষ সংবাদদাতা: দশ বছর বাদে সাড়ম্বরে প্রচার সেরে নস্ট্যালজিয়া উসকে দিয়েছিল 'দেশু' জুটি। তবে বক্স অফিসে সিনেমার দৌড় শুরু হতেই 'ধূমকেতু'র মতো দেব-শুভশ্রীর সমীকরণ বদলানোর সাক্ষী হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীমহল। কখনও সাক্ষাৎকারে একে-অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শোনা গিয়েছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে তো কখনও বা আবার 'ধূমকেতু'র সাফল্য উদযাপনে নায়িকার অনুপস্থিতি নিয়ে জোর চর্চা হয়েছে! নিন্দুকরাও প্রশ্ন ছুড়েছিলেন, তাহলে কি প্রাক্তন জুটির বন্ধুত্বে ফের ফাটল ধরল? এবার সেই 'ধূমকেতু' বিতর্কের রেশ কাটিয়ে ফের মুখোমুখি হলেন দেব-শুভশ্রী।
কোথায় দেখা হল প্রাক্তন জুটির? কৌতূহল উঁকি দেওয়া অস্বাভাবিক নয়! আসলে সোমবার, ২২ ডিসেম্বর পরমব্রত চট্টোপাধ্যায়ের পুত্র নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার প্রায় সিংহভাগ তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, রাইমা সেন, অনুষা বিশ্বনাথন থেকে পার্ণো মিত্র-সহ আরও অনেকে। অতিথি তালিকায় যেমন শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং, রানা সরকারের মতো বাংলা সিনেইন্ডাস্ট্রির প্রযোজকরা ছিলেন, তেমনই নজর কাড়ল অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, কাউন্সিলর-অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়, শতরূপ ঘোষদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি। সেখানেই একফ্রেমে লেন্সবন্দি হলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে মুখোমুখি হয়ে একে-অপরকে এড়িয়ে গেলেন না, বরং অতীত বিতর্ক ভুলে বন্ধুত্ব ঝালিয়ে নিতে দেখা গেল তাঁদের।
পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশনে মুখোমুখি দেব-শুভশ্রী (নিজস্ব চিত্র)
পরমপুত্রর অন্নপ্রাশনের অনুষ্ঠানে একাই এসেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কাজের ব্যস্ততায় আসতে পারেননি রাজ চক্রবর্তী। অন্যদিকে আদ্যোপান্ত হলুদ স্যুটে দেখা গেল টলিউড সুপারস্টারকে। এদিনের অনুষ্ঠানে রুক্মিণী মৈত্রকেও দেখা গেল না। কারণ অভিনেত্রী বর্তমানে কর্মসূত্রে মুম্বইয়ের বাসিন্দা। উল্লেখ্য, 'ধূমকেতু' বিতর্কের পর এই প্রথমবার মুখোমুখি হলেন প্রাক্তন জুটি। অন্নপ্রাশনের আসরেই কিছুক্ষণ কথা হল দুজনের। সামনেই দাঁড়িয়ে ছিলেন শশব্যস্ত পরমব্রত। সেসময়ে অনুষ্ঠানের 'মধ্যমণি' নিষাদকে কোলে নিয়ে আদর করছিলেন শুভশ্রী। 'ধূমকেতু' বিতর্কের রেশ কাটিয়ে সৌজন্য সাক্ষাতে হাসিমুখেই কুশল মঙ্গল বিনিময় দেখা গেল টলিপাড়ার প্রাক্তন জুটিকে।
