shono
Advertisement
Narendra Modi Wishes Moubani Sorcar

মৌবনীর বিয়েতে আসতে পারেননি, জাদুসম্রাট কন্যাকে 'বিশেষ উপহার' প্রধানমন্ত্রী মোদির

কী জানালেন অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 03:51 PM Dec 22, 2025Updated: 03:58 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ নভেম্বর, চন্দননগরনিবাসী পাত্র সৌম্য রায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন জাদুকরকন্যা অভিনেত্রী মৌবনী সরকার। স্বামী সৌম্য পেশায় রিসার্চ অ্যানালিস্ট। বিয়ের আসরে উপস্থিত ছিলেন সিনেইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব। আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। কিন্তু সশরীরে কলকাতায় এসে নবদম্পতিকে আশীর্বাদ করতে পারেননি। তবে বিয়ের আসরে হাজির না থাকতে পারলেও মৌবনী (Moubani Sorcar)-সৌম্যকে শুভেচ্ছা জানাতে ভুললেন না নরেন্দ্র মোদি।

Advertisement

নবদম্পতির উদ্দেশে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মোদি। আর দাম্পত্য ইনিংসের শুরুয়াতেই প্রধানমন্ত্রীর তরফে চিঠি পেয়ে আহ্লাদে আটখানা মৌবনী সরকার। অতঃপর মোদির পাঠানো চিঠি সোশাল মিডিয়ায় শেয়ার করে আনন্দ বহিঃপ্রকাশের সুযোগও হাতছাড়া করলেন না তিনি। জাদুকরকন্যা যে চিঠির ছবি পোস্ট করেছেন, সেখানে উল্লেখ, "মৌবনী এবং সৌম্য সদ্য একসঙ্গে পথ চলা শুরু করেছে। ওদের দাম্পত্য যেন আরও সুন্দর হয়ে ওঠে, এই কামনাই করি। একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বজায় রেখে জীবনকে এগিয়ে নিয়ে যাক নবদম্পতি। সারাজীবন একসঙ্গে থেকে সমস্ত স্বপ্ন পূরণ করুক। আশীর্বাদ করি, আগামী প্রজন্মকে নিয়ে ওরা যেন ভালো থাকে। অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।"

নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তায় আপ্লুত মৌবনীর মন্তব্য, "আমার আর সৌম্যর কাছে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির কাছ থেকে এই আন্তরিক চিঠিটি পেলাম। আমাদের আশীর্বাদ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মোদিজি এবং পুরো সরকার পরিবারের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩০ নভেম্বর, চন্দননগরনিবাসী পাত্র সৌম্য রায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন জাদুকরকন্যা অভিনেত্রী মৌবনী সরকার।
  • আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু সশরীরে কলকাতায় এসে নবদম্পতিকে আশীর্বাদ করতে পারেননি।
  • মৌবনী-সৌম্যকে শুভেচ্ছা জানাতে ভুললেন না নরেন্দ্র মোদি।
Advertisement