shono
Advertisement

Breaking News

বক্স অফিসে ঝড় তোলা সলমনের ৫ সেরা ছবি, অভিনেতার জন্মদিনে অবশ্যই দেখুন

৫৭ বছরে পা দিলেন সলমন খান।
Posted: 03:10 PM Dec 27, 2022Updated: 03:10 PM Dec 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে সলমনের ছবি মানেই ঝড়। অনুরাগীরা তো হাঁ পিত্যেশ করে বসে থাকেন সলমনের ছবির মুক্তির জন্যই। সলমনও ভক্তদের কথা রাখেন। একের পর এক ধামাকাদার ছবি দর্শকদের উপহার দেন। ছবিও হিট, সঙ্গে কোটির অঙ্ক ছাড়িয়ে বক্স অফিসে লক্ষ্মীলাভ। তবে গত কয়েক বছরে সলমন খুব একটা ভাল ছবি উপহার দিতে পারেননি। কিন্ত বলিউডের ভাইজান ফের তৈরি নতুন ছবি ‘টাইগার থ্রি’ নিয়ে। মঙ্গলবার সলমন পা দিলেন ৫৭ বছরে। বলিউডে বহু হিট ছবি দিয়েছেন দাবাং। তবে তাঁর কয়েকটি ছবি রেকর্ড ব্যবসা করে।

Advertisement

বজরঙ্গি ভাইজান
২০১৫ সালে মুক্তি পায় সলমন খান (Salman Khan) অভিনীত ছবি ‘বজরঙ্গি ভাইজান’। পাকিস্তানের এক বাচ্চাকে দেশে ফিরিয়ে দেওয়ার গল্পই বলে এই ছবি। ছবির পরিচালক কবীর খান। প্রথম সপ্তাহেই ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছিল সলমনের এই ছবি। অনুরাগীরা মনে করেন এখন পর্যন্ত এটাই সলমনের সবচেয়ে বড় হিট।

হাম আপকে হ্যায় কৌন
১৯৯৪ সালে মুক্তি পায় সূরজ বরজাতিয়ার ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’। বক্স অফিসে সেই সময় ঝড় তুলেছিল এই ছবি। মাধুরী-সলমন জুটির ম্যাজিক মুগ্ধ করেছিল দর্শকদের। এই ছবিতে সলমন কিন্তু মোটেই অ্য়াকশনপ্যাকড নন। বরং ঘরের সুবোধ বালক তিনি।

[আরও পড়ুন: ৫৭ বছরে পা দিলেন সলমন, শুভেচ্ছা জানাতে মাঝরাতেই ভাইজানের বাড়িতে শাহরুখ]

সুলতান
নিজের লুককে একেবারে পালটে ফেললেন সলমন। হয়ে গেলেন কুস্তিগির। অনুষ্কা শর্মার সঙ্গে জুটি বেঁধে সলমনের এই ছবি রেকর্ড ব্যবসা করেছিল।

দাবাং

শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহাকে নিয়ে আসলেন বলিউডে। দাবাং পুলিশ অফিসার হয়ে সলমনের নতুন অবতার দেখে হতবাক ভাইজান ভক্তরা। সব মিলিয়ে বক্স অফিসে দারুণ হিট দাবাং।

এক থা টাইগার

ক্য়াটরিনার সঙ্গে সিনেপর্দায় জুটি বাঁধলে, সলমনের সেই ছবি হিট হবেই। এককথায়, ক্যাটরিনাই হলেন সলমনের লাকি মাসকট। তার প্রমাণ ‘এক থা টাইগার’ ছবি। ছবি রেকর্ড ব্যবসা করেছিল বক্স অফিসে। এই ছবি এতটাই হিট ছিল যে, এর পর সিকোয়েলও মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। নতুন বছরে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’। সলমনের জন্মদিনে চোখ রাখুন সলমনের এসব সুপারহিট ছবিতে।

[আরও পড়ুন: ‘পাঠান’ বিতর্কের আগুনে ঘি, ধুমধাম করে শাহরুখের পারলৌকিক ক্রিয়া সারলেন অযোধ্যার সাধুরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement