shono
Advertisement
Salman Khan

'ওঁরা শিল্পী, সন্ত্রাসবাদী নয়, মোদি সরকার ছাড়পত্র দিলেই...', পাকিস্তানে কাজ করতে চান সলমন

ঠিক কী বলেছেন সলমন খান?
Published By: Sandipta BhanjaPosted: 09:51 AM Mar 27, 2025Updated: 09:51 AM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর খানেক ধরেই ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছে সিনে সংগঠন। তবে সুপ্রীম কোর্টের রায়ে শাপমোচন ঘটলেও তার পর আর সেভাবে কোনও পাক শিল্পীকে এদেশের সিনেজগতে কাজ করতে দেখা যায়নি। এবার পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইছেন সলমন খান। বুধবার 'সিকন্দর'-এর প্রচারে গিয়ে বলিউড সুপারস্টার জানালেন, সরকার ছাড়পত্র দিলেই একসঙ্গে কাজ হবে।

Advertisement

'উরি' হামলার পর থেকেই পাকিস্তানের শিল্পীরা ভারতে নিষিদ্ধ। বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউড বা ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের উপর নিষেধাজ্ঞা আরও কড়া হয়েছে। ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ। তার পর থেকেই পাক নাগরিকরা নানাভাবে বলিউডের খান-কাপুরদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। তবে মনে ভারত বিদ্বেষ থাকলেও বলিউডের সিনেমা-সিরিজ যে পাকিস্তানের দর্শকদের মনে রাজত্ব করেছে, গুগল আগেই তার প্রমাণ দিয়েছে। এদেশের সুপারস্টারদের ছবির বাজার পাকমুলুকেও রমরমা। এবার সলমন খান জানালেন তিনি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান। তবে শর্ত একটাই! যদি কেন্দ্রীয় সরকার অনুমতি দেয়, তবেই।

ভবিষ্যতে আপনি কি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান? 'সিকন্দর'-এর প্রচারে সাংবাদিকরা প্রশ্ন ছুড়েছিলেন ভাইজানকে। তার উত্তরে ঠিক কী বলেছেন সলমন খান? অভিনেতার কথায়, "আগে দেশের সরকারের তরফে ছাড়পত্র পাওয়া যাক। পাক শিল্পীদের ভারতের আসার ভিসা দিক সরকার। আমি তো ওঁদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।" এরপরই ভাইজানের সংযোজন, "ওঁরাও শিল্পী, সন্ত্রাসবাদী নন। তাই সরকার ছাড়পত্র দিলেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইছেন সলমন খান।
  • বুধবার 'সিকন্দর'-এর প্রচারে গিয়ে বলিউড সুপারস্টার জানালেন, সরকার ছাড়পত্র দিলেই একসঙ্গে কাজ হবে।
  • ভাইজানের সংযোজন, "ওঁরাও শিল্পী, সন্ত্রাসবাদী নন।"
Advertisement