shono
Advertisement

Breaking News

Malaika Arora Father Death

মধ্যরাতে মালাইকার বাড়িতে সলমন, ৭ বছরের অভিমান ভুলে দুঃসময়ে প্রাক্তন বউদির পাশে ভাইজান

আত্মঘাতী মালাইকার বাবা। দুঃসময়ে পাশে সলমন।
Published By: Sandipta BhanjaPosted: 09:47 AM Sep 13, 2024Updated: 12:52 PM Sep 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরবাজ খানের সঙ্গে ১৯ বছর সংসার করেছেন মালাইকা অরোরা (Malaika Arora)। সেই সূত্রেই খান পরিবারের সঙ্গে তাঁর যোগসূত্র এখনও অটুট। তবে ২০১৭ সালে ভাই আরবাজের সঙ্গে বিয়ে ভাঙার সময় থেকেই মালাইকার সঙ্গে সলমন খানের সম্পর্কে ভাঙন ধরে। একটা সময়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সলমনের সঙ্গে মালাইকার দূরত্ব তৈরি হয়। কথাবার্তাও বন্ধ ছিল। তবে বুধবার মালাইকার অরোরার বাবার আত্মঘাতী হওয়ার খবর শুনে দীর্ঘ ৭ বছরের মান-অভিমান দূরে সরিয়ে মধ্যরাতে প্রাক্তন বউদির বাড়িতে হাজির হন সলমন খান (Salman Khan)।

Advertisement

বাবা অনিল কুলদীপ মেহতা আত্মহত্যার আগে মালাইকার সঙ্গে ফোনে কথাও বলেছিলেন। তার পরই ফোন সুইচ অফ করে দেন। জানা গিয়েছে, তিনি ডিপ্রেশনের রোগী ছিলেন। সেসসময়ে অভিনেত্রী ছিলেন পুণেতে। বাবার আত্মঘাতী হওয়ার খবর পেয়েই শহরে ছুটে আসেন। তার আগেই সকালে সেখানে পৌঁছে যান মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। সলমনের বাবা-মা সেলিম খান-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও প্রাক্তন বউমার পাশে থাকতে পৌঁছে গিয়েছিলেন। তবে ভাইজান কিন্তু তখন যাননি। সেই নিয়ে সোশাল মিডিয়ায় কথাও হয় অনেক! তবে বৃহস্পতিবার শেষকৃত্য হওয়ার পর মধ্যরাতে মালাইকার মায়ের ফ্ল্যাটে যান ভাইজান। এদিন সকাল থেকেই সেখানে কড়া পুলিশি পাহারা ছিল। সেলেবরা ভিড় জমিয়েছিলেন মালাইকার সঙ্গে দেখা করতে। দিনের শেষে গেলেন সলমন। সেই মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল।

সলমনকে দেখা গেল পরনে জিন্স, কালো শার্ট। কড়া নিরাপত্তায় মুড়েই শোকাচ্ছন্ন ভাইজান প্রবেশ করলেন মালাইকাদের বাড়িতে। একসময়ে 'দাবাং' সিনেমাতেও মালাইকার 'মুন্নি বদনাম' আইটেম সং দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। তবে বিগত সাত বছরে আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর খান পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে মালাইকা হাজির থাকলেও তাঁর সঙ্গে সলমনকে কোনও ছবিতে একফ্রেমে দেখা যায়নি। এবার প্রাক্তন বউদির কঠিন সময়ে পাশে দাঁড়ালেন ভাইজান। দুঃসময়ে যেভাবে পরিবারের প্রাক্তন সদস্য মালাইকার পাশে দাঁড়িয়েছে গোটা খান পরিবার, তাতে কুর্নিশ জানিয়েছেন নেটপাড়া।

[আরও পড়ুন: ‘কতটা অসংবেদনশীল…’, মালাইকার বাবার মৃত্যুর পর কেন মেজাজ হারালেন বরুণ ধাওয়ান?]


বুধবার সকালেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মালাইকার বাবা অনিল অরোরা (মেহতা)। খবর পেয়েই অভিনেত্রীর বাড়িতে তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন আরবাজ খান, অর্জুন কাপুর, করিনা কাপুর, সইফ আলি খান, গৌরী খান, দিয়া মির্জা-সহ অনেক তারকাই।

[আরও পড়ুন: ‘খালি পেটে বিপ্লব হয় না, পুজোয় আছি, উৎসবে নেই’, অবস্থান স্পষ্ট করলেন স্বস্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৭ সালে ভাই আরবাজের সঙ্গে বিয়ে ভাঙার সময় থেকেই মালাইকার সঙ্গে সলমন খানের সম্পর্কে ভাঙন ধরে।
  • তবে বুধবার মালাইকার অরোরার বাবার আত্মঘাতী হওয়ার খবর শুনে দীর্ঘ ৭ বছরের মান-অভিমান দূরে সরিয়ে মধ্যরাতে প্রাক্তন বউদির বাড়িতে হাজির হন সলমন খান।
Advertisement