shono
Advertisement
Salman Khan - Donald Trump

অশান্তি করে শান্তির পুরস্কার চাইছেন! নাম না করে ট্রাম্পকে কটাক্ষ সলমনের

ঠিক কী ঘটেছিল এদিন 'বিগ বস'র ঘরে?
Published By: Arani BhattacharyaPosted: 03:54 PM Sep 07, 2025Updated: 03:54 PM Sep 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার 'বিগ বস' সিজন ১৯'র 'উইকএন্ড কা ভার' ঘিরে রীতিমতো সরগরম নেটপাড়া। এমনকি এই পর্বে সলমনের নানা মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন বিগ বস'র ঘরে প্রতিযোগীকে বলা কথা নাকি তাকেই বলা এমনটা নয়। তা নাকি সলমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা মেরেই বলেছেন। ঠিক কী ঘটেছিল এদিন?

Advertisement

আসলে এদিন প্রতিযোগী ফারহানাকে একহাত নেন সলমন। অভিযোগ 'বিগ বস'র অন্দরমহলে সকলের মধ্যে তিনিই নাকি বিবাদ সৃষ্টি করছেন। আর তাঁর উসকানিমূলক কথাবার্তাই নাকি এক্ষেত্রে দায়ী। একথা জানার পরই সলমন রীতিমতো ফারহানাকে ভর্ৎসনা করেন। একইসঙ্গে সলমন বলেন, "যিনি সকলের মধ্যে শান্তি বজায় রাখেন তিনিই আসলে শান্তির দূত। সকলের মধ্যে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখতে সে সাহায্য করে।" এরপরেই সলমন বলেন "আর ইনি তো সারা দুনিয়ায় সবার মধ্যে অশান্তির জাল বুনছেন। আর এসব করে এখন শান্তির পুরস্কার চাইছেন? ব্যস সলমনের সেই এই কথাতেই যেন আগুনে ঘি পড়ে। সকলে তাঁর এই কথায় মনে করেন ভাইজান বোধহয় এক ঢিলে দুই পাখি মেরেছেন। ফারহানাকে এমন কথা বলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই আসলে কটাক্ষ করেছেন। কিন্তু এমনটা কেন?

অনেকেই মনে করছেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠাতা হিসাবে নিজেকে প্রমাণ করে নোবেল পুরস্কারের জন্য যেভাবে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প তাঁর জন্যই হয়তো এমন নাম না করেই কটাক্ষ। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। নেটিজেনদের কমেন্ট উপচে পড়েছে সেই ভিডিওর কমেন্টবক্সে। কেউ লিখেছেন, 'ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছি।', কেউ আবার লিখেছেন, 'এবার সলমনের ইউএস যাওয়ার ভিসা যেন ক্যানসেল না হয়।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার 'বিগ বস' সিজন ১৯'র 'উইকএন্ড কা ভার' ঘিরে রীতিমতো সরগরম নেটপাড়া। এমনকি এই পর্বে সলমনের নানা মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে।
  • অনেকে মনে করছেন বিগ বস'র ঘরে প্রতিযোগীকে বলা কথা নাকি তাকেই বলা এমনটা নয়। তা নাকি সলমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা মেরেই বলেছেন।
  • সলমন বলেন, "যিনি সকলের মধ্যে শান্তি বজায় রাখেন তিনিই আসলে শান্তির দূত। সকলের মধ্যে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখতে সে সাহায্য করে।"
Advertisement