সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ডিসেম্বরে দেখা মিলেছিল সলমন খানের বহু প্রতিক্ষীত ছবি সিকন্দর-এর একটি ঝলক। আর মঙ্গলবার সাজিদ নাদিয়াওয়ালার জন্মদিনে আবারও অনুরাগীদের উন্মাদনার পারদ চড়ল। কারণ এদিন প্রকাশ্যে এল সলমনের বিগ বাজেট ছবির প্রথম পোস্টার। আর সেই সঙ্গে জানানো হল একটি বিশেষ সারপ্রাইজের কথাও।
এদিন এক্স হ্য়ান্ডেলে সাজিদ সিকন্দরের পোস্টার পোস্ট করে লেখেন, 'সমস্ত ভক্তদের বলব, আপনাদের ধৈর্য আমাদের সম্পদ। সাজিদ নাদিয়াওয়ালার জন্মদিনে আপনাদের জন্য একটা ছোট্ট উপহার। সিকান্দরকে অনেক ভালোবাসা দিয়েছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি আপনাদের জন্য বড়সড় সারপ্রাইজ রয়েছে। আমাদের সঙ্গে থাকুন।' এহেন পোস্টে সলমনপ্রেমীদের ধারণা, হয়তো ওই দিনই মুক্তি পাবে ছবির ট্রেলার! অ্যাকশনে ভরপুর ছবিতে আবারও দাবাং ভঙ্গিতে ধরা দেবেন ভাইজান। উপরি পাওনা সুপারস্টারের সঙ্গে রশ্মিকা মন্দানার রোমান্স। যাঁরা প্রথমবার জুটি বাঁধতে চলেছেন।
‘সিকন্দর’-এর পয়লা ঝলকেই ভাইজান বুঝিয়ে দিয়েছেন যে তিনি এবার সুলতান-এর মতোই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। চলতি বছর ইদে অর্থাৎ ২৮ মার্চ বক্স অফিস জমাতে তৈরি সলমন খান।
‘সিকন্দর’ টিজারে বলিউডের সুলতান একেবারে ‘অ্যাংরি ইয়াংম্যান’। বন্ধুদের ভাইজান, আর দুশমনের যম। শুধু ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। তারপরই দুরন্ত অ্যাকশনের আভাস। এ আর মুরুগাদোসের পরিচালনায় তৈরি এই ছবি যে অ্যাকশন প্যাকড হতে চলেছে তা টিজারেই স্পষ্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা গিয়েছিল। এবার পোস্টারেও অ্যাকশন মুডেই ধরা দিলেন ভাইজান।
