shono
Advertisement
Salman Khan

হলিউডে অটো চালাচ্ছেন সলমন খান! ফাঁস ভিডিও

দুবাইয়ে ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি হয়েছে। পুরোদমে শুটিং করছেন সলমন।
Published By: Sandipta BhanjaPosted: 01:01 PM Feb 21, 2025Updated: 01:01 PM Feb 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির পর এবার পশ্চিমী বিনোদুনিয়ায় 'খেল দেখাবেন' ভাইজান। সলমন খানের হলিউড ডেবিউয়ের কথা দিন দুয়েক আগেই প্রকাশ্যে এসেছে। এবার সেট থেকে ফাঁস হওয়া বলিউড সুপারস্টারের নতুন ভিডিওতে সরগরম নেটপাড়া। যা দেখে অনুরাগীরাই প্রশ্ন তুলেছেন, বলিউড ছেড়ে এবার হলিউডের পর্দায় গিয়ে কিনা শেষে অটোচালক অবতারে ধরা দিচ্ছেন সলমন খান (Salman Khan)?

Advertisement

সলমন খান বর্তমানে দুবাইয়ে সেই হলিউড ছবির শুটিংয়ে ব্যস্ত। আর সেই ছবির সেট থেকেই ফাঁস হল ভাইজানের একের পর এক 'হলিউডি' লুক। নতুন ভিডিওতে বলিউড সুপারস্টারকে অটোচালকের পোশাকে দেখা গেল। পরনে তাঁর খাকি রঙের শার্ট। রং মিলান্তি ট্রাউজার। ভিতরে সাদামাটা চেকশার্ট। আর ঘাড়ে রাখা অটোচালকদের মতো রুমাল। সেটে দাঁড়িয়ে অটো চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেল সলমনকে। পাশেই দাঁড়ানো সঞ্জয় দত্তের পরনে স্যুট। তিনিও এই হলিউড ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

এবার প্রশ্ন, কোন হলিউড ছবিতে দেখা যাবে সলমনকে? স্বাভাবিকভাবেই সেই কৌতূহল থাকবে দর্শক-অনুরাগীদের মধ্যে। জানা গেল, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’-এর হলিউড রিমেক তৈরি হচ্ছে। যে ছবির পরিচালনা করেছিলেন রড্রিগো গুয়েরার। আর সেই থ্রিলারধর্মী সিনেমাতেই বিশেষ চরিত্রে থাকছেন বলিউড সুপারস্টার সলমন। দুবাইতে পুরোদমে চলছে শুটিং। সূত্রের খবর, সেখানে মুম্বইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি হয়েছে। আর সেই হলিউড রিমেকেই দেখা যাবে ভাইজানকে। যদিও সলমনের চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতারা, তবে জানা গিয়েছে, তাঁর চরিত্রে একটা চমক রয়েছে। এবার দেখার, ছবিতে কোন চরিত্রে চমক দিতে চলেছেন সুপারস্টার? এর আগে সেট থেকে ফাঁস হওয়া ছবিতে ভাইজানকে দেখা গিয়েছে, অফ হোয়াইট রঙের শার্ট পরনে। পকেটে হাত দিয়ে এক রেস্তরাঁয় দাঁড়িয়ে রয়েছেন তিনি।

‘মিড ডে’-র প্রতিবেদন অনুযায়ী, সলমন খানের পাশাপাশি এই ছবিতে সঞ্জয় দত্তকেও ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যেখানে দুই তারকার অ্যাকশন সিকোয়েন্স মন ছুঁয়ে যাবে দর্শকের। প্রসঙ্গত, খান সাম্রাজ্যের মধ্যে সলমনই প্রথম, যিনি হলিউডে পা রাখলেন। পশ্চিমী বিনোদুনিয়ায় অবশ্য প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরের মতো একাধিক তারকাই পা রেখেছেন। সলমন সেই তালিকায় নবতম সংযোজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সলমন খান বর্তমানে দুবাইয়ে সেই হলিউড ছবির শুটিংয়ে ব্যস্ত। আর সেই ছবির সেট থেকেই ফাঁস হল ভাইজানের একের পর এক 'হলিউডি' লুক।
  • নতুন ভিডিওতে বলিউড সুপারস্টারকে অটোচালকের পোশাকে দেখা গেল।
  • সেটে দাঁড়িয়ে অটো চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেল সলমনকে।
Advertisement