বৃষ্টি ভাণ্ডারি: বলিউডের ভাইজান সলমন খানের (Salman Khan Birthday) ৬০ তম জন্মদিন। জমজমাট আয়োজন তা বলাই বাহুল্য। তবে তাবড় তাবড় বলি তারকাদের সঙ্গে উদযাপনে শামিল এক বাঙালি। কলকাতায় অধিকাংশ বলি সেলেবদের অনুষ্ঠানের আয়োজক তিনি। কী ভাবে উদযাপন করলেন সলমনের জন্মদিন? জানালেন সংবাদ প্রতিদিন ডিজিটালকে।
পানভেলের ফার্ম হাউসে পার্টির আয়োজন করেছিলেন বোন অর্পিতা খান। শুধুমাত্র ঘনিষ্ঠ লোকজন ছিলেন আমন্ত্রিতদের তালিকায়। অতিথি সংখ্যা মেরেকেটে ১৫০। পরিবার ও বন্ধুবান্ধব ছাড়াও সারা রাত হুল্লোড়ে মেতেছিলেন বিনোদন জগতের শিল্পীরা।
করিনা কপূর, করিশ্মা কপূর, আদিত্য রয় কপূর, এপি ধিঁলো, অরি (অবত্রমনি) সহ ইন্ডাস্ট্রির আরও অনেকে হাজির হয়েছিলেন পার্টিতে। দেখা মিলেছে মহেন্দ্র সিং ধোনির। একনাথ শিন্ডে, প্রফুল পাটিলের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও শামিল হয়েছিলেন উদযাপনে। ভোরবেলা কিছুক্ষণের জন্য হাজির হন খোদ শাহরুখ খান। ইন্ডাস্ট্রিতে যতই প্রতিদ্বন্দ্বী হোক সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউডের বাদশা। আর তাঁদের মধ্যেই উপস্থিত ছিলেন সলমন ঘনিষ্ঠ রাজদীপ চক্রবর্তী। পেশায় তিনি উদ্যোক্তা।
সলমনের জন্মদিন সেলিব্রেশনের ছবি। আয়োজক রাজদীপ চক্রবর্তী, এ পি ধিলোঁ ও আদিত্য রায় কাপুর।
জন্মদিনের শুরুয়াত হই হুল্লোড় দিয়ে। নায়কের পরনে কালো টি-শার্ট ও জিন্স। বাবা সেলিম খানের সঙ্গে কেক কাটলেন সলমন। সেলিম খানের মাথায় সান্তা ক্লজের টুপি। তার পর ‘রেওয়াজ’ অনুযায়ী নায়কসুলভ ভঙ্গিতে হাত নাড়েন অনুরাগীদের উদ্দেশে। নিরাপত্তা সুনিশ্চিত করতে বাউন্সারের আধিক্য চারিদিকে। সলমনের বাড়ি গ্যালাক্সিতে লরেন্স বিশ্নোই দলের আততায়ীদের হামলার পর থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকেন বলি তারকা। পরিবারের সঙ্গে সলমন নিজেও খুঁটিনাটি নজর রাখেন অতিথি আপ্যায়নের দিকে। মেনুতেও ছিল নানা চমক। বিরিয়ানি ও চিকেন কোর্মার পাশাপাশি মাটন, প্রন ও ক্র্যাবের নানা পদ ছিল খাবারের তালিকায়। প্রসঙ্গত, কলকাতায় সলমনের শেষ অনুষ্ঠানের আয়োজক ছিলেন রাজদীপ চক্রবর্তী।
