সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমনের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী সোমি আলি। নয়ের দশকে বলিপর্দায় আগুন ছড়িয়ে ছিলেন সোমি। সলমন খান, মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টির মতো অভিনেতাদের সঙ্গে জুটিও বেঁধেছিলেন। তবে বলিউডে খুব বেশিদিন টিকতে পারেননি সোমি। উলটে সলমন খানের সঙ্গে প্রেমে জড়িয়ে হইচই ফেলে দিয়েছিলেন। আর এবার সেই সলমনকে ইঙ্গিত করেই যৌন হেনস্তার অভিযোগ করলেন সোমি আলি। সোশ্যাল মিডিয়ায় করলেন লম্বা একটি পোস্ট।
১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সলমনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন সোমি। সে সম্পর্ক যে খুব একটা সুখের ছিল না, তা বার বারই উঠে এসেছে সোমির কথায়। এমনকী, সোমি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, সলমন তাঁর উপর শারীরিক নির্যাতনও করতেন। আর এবার সোমি সোশ্য়াল মিডিয়ায় লিখলেন, সলমনের সঙ্গে কাটানো ৮ বছর তাঁর জীবনের সবচেয়ে খারাপ সময়। সোমি লিখেছেন, “সলমন আমাকে সব সময় অপমান করত। আমি কুৎসিত, বোকা আর বোধহীন সে কথাও বলত সবাইকে। আমাকে বোঝাত, আমার কোনও দাম নেই। সেই সঙ্গে একের পর এক মহিলার সঙ্গে প্রেম করে বেড়াত নিজে। আট বছর এগুলোর মধ্যে দিয়েই গিয়েছি।”
[আরও পড়ুন: প্রেম পেল পরিণতি, ‘জাস্ট ম্যারেড’ অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার]
নায়িকা হিসেবে কেরিয়ার গড়া নিয়ে যে তাঁর বিশেষ মাথাব্যথা ছিল না, তাও জানিয়েছেন সোমি। অভিনেত্রী খোলাখুলি জানিয়েছেন, সলমনের কাছাকাছি আসতে চেয়েই তাঁর বলিউডে পা রাখা। তবে এই প্রথম যে সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোমি, তা নয়। এর আগে তিনি দাবি করেছিলেন, ঐশ্বর্য রাইয়ের ( Aishwarya Rai) কারণেই ফাটল ধরেছিল তাঁর আর সল্লু ভাইজানের সম্পর্কে। সোমি জানিয়েছিলেন, ”আমি আর সলমন একসঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিলাম। সেই সময়ই ‘হাম দিল দে চুকে সনম’-এর শুটিং শুরু হয়। ওই ছবির সূত্রেই প্রথম বার ওদের দু’জনের দেখা হয়েছিল। ছবির কাজ শেষ হতে না হতেই ওরা ডেট করতে শুরু করে দিল।”
আর কী কোনও যোগাযোগ রয়েছে প্রাক্তন প্রেমিকের সঙ্গে? উত্তরে সপাট সোমি, ”নাহ। বহু বছর হয়ে গেল সলমনের সঙ্গে আমার কোনও কথা হয়নি। আমি মনে করি এটাই ঠিক। তবে ওর মায়ের সঙ্গে দেখা হয়েছিল। ওঁকে আমি খুবই শ্রদ্ধা করি।”
