দিল্লি হাই কোর্টে বড় ধাক্কা খেলেন সমীর ওয়াংখেড়ে। 'ব্যাডস অফ বলিউড' নিয়ে তাঁর মামলা খারিজ করে দিল আদালত। উল্লিখিত ওয়েব সিরিজের একটি দৃশ্যে আপত্তি জানিয়েছিলেন প্রাক্তন নারকো কর্তা। তিনি দাবি করেন, নির্দিষ্টে দৃশ্যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। তাই দৃশ্যটিকে সরিয়ে দিতে হবে। এদিন সেই যুক্তি খারিজ করে দিল আদালত। এমনকী শাহরুখ ও রেড চিলিজ এন্টারটেনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলাও করেছিলেন তিনি। এদিন তাঁর যাবতীয় আবেদন খারিজ করল দিল্লি হাই কোর্ট।
এদিন ওয়াংখেড়ের যাবতীয় আবেদন খারিজ করে দেয় বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চ। জানানো হয়, এই মামলার শুনানির জন্য হাই কোর্ট উপযুক্ত ফোরাম নয়। মামলাকারী উপযুক্ত ফোরামে এই সংক্রান্ত আবেদন করতে পারেন। উল্লেখ্য, 'ব্যাডস অফ বলিউড' সিরিজটি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হতেই আইনি পদক্ষেপ করেছিলেন ক্ষিপ্ত প্রাক্তন নারকো কর্তা। শাহরুখ খান ও তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের বিরুদ্ধেও ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন। সেই মামলারও কোনও গ্রহণযোগ্যতা নেই বলেই জানিয়েছিল দিল্লি হাই কোর্ট। এ প্রসঙ্গে এদিন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সমীর ওয়াংখেড়ে জানান, "মামলাটি খারিজ করা হয়নি।আমাকে উপযুক্ত ফোরামে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি একেবারেই এই নিয়ে হতাশ নই। আমি সঠিক সময়ে এই নিয়ে সিদ্ধান্ত নেব।"
জেলে থাকলে কদর বাড়ে', গত বছর 'ব্যাডস অফ বলিউড' নেটফ্লিক্সে মুক্তির পরই প্রথম ঝলকেই মাদককাণ্ডে আরিয়ান তাঁর গ্রেপ্তারিকে ব্যাঙ্গাত্মক ভাবে তুলে ধরেন। একইসঙ্গে এই সিরিজে বলিউডের স্বজনপোষণ নিয়ে বিঁধেছেন বলিউডের নবাগত পরিচালক আরিয়ান খান। তুলে ধরেছেন সেই সিরিজে বলিউডের অন্দরের নানা ঘটনা। ভালো থেকে খারাপ সবটাই জায়গা করে নিয়েছে আরিয়ানের ওই সিরিজে। ক্যামেরার পিছনে যে বাদশাপুত্র হাতযশ দেখিয়েছেন সেকথা বলাই বাহুল্য। একইসঙ্গে প্রথম সিরিজেই এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকেও খোঁচা দেন আরিয়ান। দেখা যায় সমীর ওয়াংখেড়ের মতো জনৈক ব্যক্তিকেও। আর এরপরেই তাঁর প্রথম পরিচালনা থেকেই শুরু হয় বিতর্ক। আইনি পদক্ষেপ করেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার । তবে দিল্লি উচ্চ আদালত সেই মামলা খারিজ করে দেওয়ার পরে যে সিরিজে ওই বিতর্কিত দৃশ্য 'বহাল তবিয়তে' থাকবে তা নিশ্চিত হল।
