shono
Advertisement
Tollywood-Screening Comitee

স্ক্রিনিং কমিটির নতুন বৈঠকে ঠিক হল চলতি বছরের বাংলা সিনে ক্যালেন্ডার, কবে মুক্তি পাচ্ছে কার ছবি?

এদিন 'ইম্পা'র অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠকের পর অবশেষে জানানো হয় বাংলা ছবির নতুন ক্যালেন্ডার সম্পর্কে। প্রকাশ্যে আনা হল আগামী মে মাস পর্যন্ত কোন নির্দিষ্ট তারিখে কোন কোন প্রযোজনা সংস্থা ছবি মুক্তি দিতে চলেছে।
Published By: Arani BhattacharyaPosted: 07:41 PM Jan 28, 2026Updated: 08:12 PM Jan 28, 2026

বুধবার, ২৮ জানুয়ারি অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক হল চলতি বছরের বাংলা সিনে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার নিয়ে এর আগে 'ইম্পা'র অন্দরে বারবার বৈঠকে বসেছেন টলিউডের তাবড়রা। এদিন 'ইম্পা'র অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠকের পর অবশেষে জানানো হয় বাংলা ছবির নতুন ক্যালেন্ডার সম্পর্কে। জানানো হল আগামী মে মাস পর্যন্ত কোন নির্দিষ্ট তারিখে কোন কোন প্রযোজনা সংস্থা ছবি মুক্তি পেতে চলেছে সে বিষয়েও। 

Advertisement

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাস ছাড়াও 'ইম্পা'র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত-সহ, টলিউডের তাবড়রা। ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, নিশপাল সিং রানে, বনি সেনগুপ্ত-সহ আরও অনেকে। এদিন স্ক্রিনিং কমিটির বৈঠকের পর আগামী ছ'মাসের ক্যালেন্ডার নিয়ে সংবাদমাধ্যমের সামনে পিয়া সেনয়গুপ্ত বিস্তারিত জানান। কবে কোন প্রযোজনা সংস্থার ছবি মুক্তি পাচ্ছে? এই নিয়ে সবিস্তারে পিয়া সেনগুপ্ত জানান, ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে স্টুডিও ব্লটিং পেপার প্রযোজনা সংস্থার ছবি। ২১ ফেব্রুয়ারি আসছে ক্যামেলিয়ার প্রযোজিত ছবি। যদিও ইদে এখনও কোন ছবি মুক্তি পাবে তা নির্ধারিত হয়নি। পিয়া সেনগুপ্ত এদিন জানান, ইদে কেউ চাইলে ছবি মুক্তি দিতে পারে। পয়লা বৈশাখে মুক্তি পাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস ও নন্দী মুভিজের ছবি। ৩ এপ্রিল মুক্তি পাবে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ছবি। ১৫ মে মুক্তি পাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, ক্যামেলিয়া এবং এন আইডিয়াজ, এই তিন প্রযোজনা সংস্থার ছবি। ২৯ মে মুক্তি পাবে সুরিন্দর ফিল্মস, উইন্ডোজ প্রোডাকশন হাউজ ও নন্দী মুভিজের ছবি। বলে রাখা ভালো, হিন্দি ছবির রমরমা ও একইসঙ্গে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাওয়ায় যাতে টলিউডের কোনও ছবির ব্যবসা নষ্ট না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়ার পথে হেঁটেছিল টলিউডের একাংশ।

তবে শুধু এদিন ছবি মুক্তি নিয়ে বৈঠক হল এমনটা নয়। একইসঙ্গে এদিন বৈঠক শুরুর আগে স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত-সহ টলি ইন্ডাস্ট্রির একাংশের উপস্থিতিতে সদ্য পদ্ম সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তথা 'ইন্ডাস্ট্রি'কে সম্বর্ধনা জানানো হয়। তাঁকে উত্তরীয় পরিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক, মিষ্টি ইত্যাদি। এই সম্বর্ধনার পর আবেগতাড়িত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও একবার বলেন, "এই সম্মান আমার ইন্ডাস্ট্রির সকলের। আমি সারাজীবন শুধু বাংলা ছবি নিয়েই ভেবে গিয়েছি। আজ আমার এটাই খুব ভালো লাগছে যে সারা দেশে আজ বাংলা ছবি নিয়ে কথা হচ্ছে।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement