ভালোবাসার দিনেই চারহাত এক হবে ধনুষ ও ম্রুণাল ঠাকুরের। বিনোদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। আর তার মাঝেই এবার দুই ছেলেকে নিয়ে তিরুপতিতে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে দুই ছেলেকে নিয়ে পুজো দিতে গিয়ে রীতিমতো জনতার ভিড়ে ধ্বস্তাধ্বস্তির শিকার হলেন দক্ষিণী তারকা ধনুষ ও তাঁর দুই ছেলে লিঙ্গ এবং যাত্রা।
দক্ষিণী সুপারস্টারকে দেখার পর রীতিমতো মন্দির চত্বরের ভক্তদের মধ্যে সেলফি তোলার ও তাঁদের খুব কাছ থেকে দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। দুই ছেলেকে নিয়ে ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনওমতেই পেরে ওঠেননি ধনুষ। অবশেষে তাঁর নিরাপত্তারক্ষীরা ওই ভিড় থেকে তাঁকে উদ্ধার করে মন্দিরে নিয়ে যান। পরে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন ধনুষ। তবে এই প্রথম তিনিই নন, এর আগে ছবির প্রচারেই হোক বা মন্দিরে বা জনবহুল জায়গা, এমন বহু সময় বিভিন্ন জায়গায় আমজনতার ভিড়ে ধ্বস্তাধ্বস্তির শিকার হয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রী। সেই তালিকায় নাম জুড়ল ধনুষেরও।
মন্দিরপ্রাঙ্গনে দুই ছেলের সঙ্গে ধনুষ। ছবি: সোশাল মিডিয়া
অন্যদিকে দুই ছেলেকে নিয়ে বিয়ের গুঞ্জনের মাঝে তাঁর পুজো দিতে যাওয়া প্রসঙ্গে অনেকেই মনে করছেন যে, ম্রুণালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে চর্চা তাতে ইতি টানতেই দুই ছেলেকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন ধনুষ। নানা চর্চার মাঝেও যে ছেলেদের সঙ্গে তাঁর সম্পর্ক আজও অটুট তা বোঝাতেই তাঁর এই পদক্ষেপ এমন জল্পনাও দানা বেঁধেছে। যদিও এর আগেই বিয়ের গুঞ্জনে মুখ খুলেছিলেন ধনুষ ও ম্রুণাল দু'জনেই। এই খবর ভুয়ো বলেই জানিয়েছিলেন তাঁরা।
