shono
Advertisement

Breaking News

Sanjay Dutt

সঞ্জুর 'সোয়্যাগ', মুম্বইয়ের রাস্তায় টেসলা চালিয়ে শোরগোল ফেললেন সঞ্জয় দত্ত, গাড়ির দাম জানেন?

টেসলার সবথেকে লেটেস্ট মডেলের গাড়ি চালিয়ে বলিপাড়ার প্রথমসারির তারকাদেরও পিছনে ফেলে দিলেন সঞ্জয় দত্ত। দাম কত?
Published By: Sandipta BhanjaPosted: 03:12 PM Jan 17, 2026Updated: 05:48 PM Jan 17, 2026

'ধুরন্ধর'-এর মারকাটারি সাফল্যের পরই নতুন 'সোয়্যাগ' সঞ্জুবাবার। মুম্বইয়ের রাস্তায় টেসলা চালিয়ে শোরগোল ফেলে দিলেন সঞ্জয় দত্ত। বিশ্বজুড়ে বর্তমানে যেখানে এই বহুমূল্য গাড়ির মারাত্মক কদর, সেখানে অভিনেতা সেই সংস্থারই সবথেকে লেটেস্ট মডেলের গাড়ি চালিয়ে বলিপাড়ার প্রথমসারির তারকাদেরও পিছনে ফেলে দিলেন। যেমন চোখধাঁধানো 'লুক অ্যান্ড ফিল', তেমনই অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়িতে সুযোগ-সুবিধে রয়েছে। আর দাম? শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

Advertisement

অভিনয়ের পাশাপাশি সঞ্জুবাবার (Sanjay Dutt) ব্যবসার স্ট্র্যাটেজিও যে তুখড়, সেকথা ঘনিষ্ঠমহলের সকলের জানা। সিনেমা করার পাশাপাশি বিভিন্ন সংস্থায় বিনিয়োগ রয়েছে অভিনেতার। এছাড়াও গতবছর 'দ্য গ্লেনওয়াক' নামে এক অ্যালকোহল কোম্পানি খুলেছেন সঞ্জয় দত্ত। যেখান থেকে মাস গেলে কোটি কোটি টাকা আয় করেন অভিনেতা। জীবনের একটা সময়ে ছ'টা বছর জেলে কাটাতে হয়েছিল তাঁকে। তবে সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের হাত ধরে ফের ফিনিক্স পাখির মতো মূলস্রোতে ফিরেছেন। বছরখানেক আগে যদিও ক্যানসার চিকিৎসার জন্য সিনেদুনিয়া থেকে মাসখানেক বিরতি নিয়েছিলেন, তবে দু-তিন বছর ধরে দাপিয়ে কাজ করছেন সঞ্জুবাবা। এবার কানাঘুষো, 'টেলসা সাইবারট্রাকে'র মতো গাড়ি কিনে বিটাউনে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। যার দামও গগনচুম্বী।

সমীক্ষা বলছে, ভারতের মতো দেশে এখনও পর্যন্ত 'টেলসা সাইবারট্রাকে'র মতো অত্যাধুনিক প্রযুক্তির গাড়ির গণবিক্রি শুরু হয়নি। কারণ এদেশে সবে এই মডেলের গাড়িটি আনা হয়েছে টেস্ট ড্রাইভের জন্য। সেখানে শুক্রবার দুপুরে সঞ্জুবাবা মুম্বইয়ের রাস্তায় এই গাড়ি চালিয়ে হইচই ফেলে দিয়েছেন। চলতি বাজারদর বলছে, ভারতে এই গাড়ির দামই শুরু হচ্ছে ৮০ লক্ষ টাকা থেকে। সেখানে সঞ্জুবাবা আদৌ এই গাড়িটি কিনলেন নাকি শুধুমাত্র টেস্ট ড্রাইভের জন্য মুম্বইয়ের রাস্তায় বেরিয়েছিলেন, তা নিয়ে ধন্দ রয়েছে! তবে বিষয় যাই হোক, পাপারাজ্জিদের সুবাদে সঞ্জুবাবার 'টেলসা সাইবারট্রাক' চালানোর ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত চর্চার শিরোনামে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement