সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় এখন শুধুই বিচ্ছেদের খবর। একদিকে যিশু-নীলাঞ্জনা, তো আরেক দিকে ঋষি কৌশিক ও দেবযানী। ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল হল অভিনেতা সায়ক চক্রবর্তী-অলোকানন্দা গুহর বিয়ের ভিডিও। যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। এই ছবি ও ভিডিও প্রকাশ্যে এনেছেন প্রযোজক রানা সরকার। ক্য়াপশনে তিনি লিখেছেন, 'নতুন শুরু'।
এই ভিডিও দেখে নেটিজেনদের প্রথম প্রশ্ন, অলোকানন্দা গুহ তো বিয়ে করেছেন পরিচালক মনোজিৎ মজুমদারকে, তাহলে কি সেই বিয়ে ভেঙ্গে সায়কের সঙ্গে নতুন সংসার পাতছেন?
[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক]
সায়ক ও অলোকন্দার বিয়ের খবর রটতেই মুখ খুললেন রানা সরকার। তিনি জানালেন, ''রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি মিউজ়িক ভিডিয়ো প্রযোজনা করছি। রবীন্দ্রনাথের জনপ্রিয় গান তোমার অসীমে প্রাণমন লয়ে। সেই গানের জন্যই এই বিয়ের শুটিং। গানটি গাইছেন রূপঙ্কর বাগচী। ''
এই ভিডিও নিয়ে সংবাদমাধ্যমকে সায়ক জানিয়েছেন, ''আমি সিরাজের বেগম-এ অভিনয়ের পর আবার রানাদার সঙ্গে কাজ। স্বাভাবিক ভাবেই ভাল লাগছে। গানটি সকলে ৮ অগস্ট শুনতে পাবেন। '' অন্যদিকে, অলোকানন্দা জানান, ''সোশাল মিডিয়ায় সায়ক আর আমি খুবই জনপ্রিয়। মিউজ়িক ভিডিওটি আমাদের ভাবনা। রানাদাকে আমরা অনুরোধ করেছিলাম। রানাদা আমাদের অনুরোধ রেখেছেন।''
[আরও পড়ুন: ডিভোর্স গুঞ্জনে ‘নির্বাক’ যিশু! ‘তুমি শক্তিশালী’, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বতপত্নী মহুয়া]
