সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সিপিএম থেকে সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya)। বিষয়টি নিয়ে এবার সুর চড়ালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। অভিনেত্রী তথা বরানগরের বিধায়ক প্রশ্ন তোলেন, যাঁরা অভয়ার বিচারের দাবিতে মানববন্ধন, রাত দখল করেছিলেন, তাঁরা এবারও বিচার চাইবেন তো?
ফাইল ছবি
গত রবিবার ফেসবুক লাইভে তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন মহিলা সাংবাদিক। এর পরই বাম নেতাকে সিপিএম থেকে সাসপেন্ড করা হয়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমকে সায়ন্তিকা বলেন, "যাঁরা অভয়ার জন্য বিচার চেয়েছিলেন, আমরা সকলেই চেয়েছিলাম অভয়ার জন্য বিচার, এখনও চাইছি... তো তাঁরা এবারও মানববন্ধন করবেন তো? তাঁরা এবারেও রাত দখল করবেন তো? তাঁরা এবারও বিচার চাইবেন তো? কারণ অভয়াকেও কিন্তু তাঁর কর্মক্ষেত্রেই ধর্ষণ করে খুন করা হয়েছিল। আমরা সরব মণিপুরের বেলাতেও ছিলাম, আমরা সরব অভয়ার বেলাতেও ছিলাম, আছি। এবেলাতেও আমরা প্রত্যেকেই সরব থাকব। কিন্তু যাঁরা অভয়ার বেলাতে সরব ছিলেন এবং মণিপুরের ঘটনার বেলাতে নীরব ছিলেন, তাঁরা এবার মানববন্ধন-রাত দখল এবং বিচার চাইতে রাস্তায় নামবেন তো?"
এর পরই আবার সংবাদ প্রতিদিন ডিজিটালকে প্রতিক্রিয়া দিতে সায়ন্তিকা বলেন, "এখন তিনি (তন্ময় ভট্টাচার্য) যেকোনও জায়গাকে চেয়ার ভেবে বসে পড়তে চাইছেন এটা ৩৪ বছরের অপশাসনের ফল আর কী! ওনাদের নাম ও নিশান নেই। মানুষ এই কারণের জন্যই ওনাদের আগামী দিনেও প্রত্যাখ্যান করবে।"
এদিকে সিপিএমের সাসপেনশনের সিদ্ধান্ত নিয়ে ‘ক্ষুব্ধ’ তন্ময় ভট্টাচার্য। তাঁর কথায়, "পার্টির অভ্যন্তরের ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে। যে কোনও অভিযোগ এই কমিটির কাছে যায়। তার পর কমিটি তদন্ত করে। এক্ষেত্রে মহম্মদ সেলিম প্রথম সাংবাদিক সম্মেলনে এই ঘটনা ইন্টারনাল কমপ্লেন কমিটিতে পাঠানোর কথা বলেন। এই প্রস্তাবে আমি সহমত। তাই আমার প্রত্যাশা ছিল এই কমিটি আমার কাছে জিজ্ঞাসা করা - সহ যা যা প্রক্রিয়া আছে করবে। তার আগেই প্রচার শুরু হয় আমি সাসপেন্ড। এই সাসপেন্ডেড জানাটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক, আমি মর্মাহত। আমি মনে করি ন্যূনতম তদন্ত করা উচিত ছিল, আমার বক্তব্য জানা উচিত ছিল।" এ বিষয়ে পালটা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর গ্রেপ্তারির দাবি করে তৃণমূল নেতা বলেন, "অন্যসময় তো সিপিএমের এই সমস্ত নেতারা অনেক কথা বলেন। এক্ষেত্রে কেন তাঁকে গ্রেপ্তার করা হবে না? যা বলার আদালতে বলবেন।"