shono
Advertisement
Shah Rukh Khan Anant Ambani

'বাবু, আরও ভালো কাজ করো', মোদির পোস্ট শেয়ার করে অনন্ত আম্বানির পিঠ চাপড়ালেন শাহরুখ

আম্বানিদের ভান্তারায় গিয়ে মুগ্ধ মোদি, অনন্তের প্রশংসায় আর কী বললেন শাহরুখ?
Published By: Sandipta BhanjaPosted: 08:01 PM Mar 05, 2025Updated: 08:01 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিদের ভান্তারায় গিয়ে মুগ্ধ নরেন্দ্র মোদি। জামনগরের ভান্তারায় এই সেবাকেন্দ্র হয়ে উঠেছে উদ্ধার হওয়া প্রায় দেড় লক্ষ চারপেয়ে প্রাণীর ঘর। সেখান থেকে ঘুরে এসেই নেপথ্যের কারিগর অনন্ত আম্বানির ভূয়সী প্রশংসা করে মোদি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। যে পোস্ট শেয়ার করে এবারহ আম্বানিপুত্রর পিঠ চাপড়ে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

Advertisement

আম্বানি পরিবারের সঙ্গে সুসম্পর্ক হওয়ার দরুণ অনন্তকে শৈশব থেকেই চেনেন শাহরুখ। বয়সের বিস্তর ফারাক হলেও আম্বানিপুত্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিং খানের। গতবছর জামনগরে অনন্তের বিয়ের অনুষ্ঠানও মাতিয়ে দিয়েছিলেন তিনি। এবার মোদির মুখে অনন্তের প্রশংসা শুনে গর্বিত বলিউড বাদশা। অতঃপর প্রধানমন্ত্রীর পোস্ট শেয়ার করে তিনিও আম্বানিদের ছোট ছেলেকে প্রশংসার ভরিয়ে দিতে ভুললেন না। শাহরুখের মন্তব্য, "চারপেয়েরাও ভালোবাসার পাত্র। ওদেরও যত্ন, সুরক্ষার প্রয়োজন হয়। শুধু ওদের স্বাস্থ্যের জন্যই নয়, বরং আমাদের এই বাস্তুতন্ত্র রক্ষার জন্যেও ওদের সুস্থ থাকা প্রয়োজন। এবার ভান্তারায় নরেন্দ্র মোদির উপস্থিতি সেই সেবাকেন্দ্রের গুরুত্ব আরও বাড়িয়ে দিল। কারও মন কতটা পবিত্র, সেটা বোঝা যায় পশুদের প্রতি ওই ব্যক্তির প্রেম দেখে। এই অসহায় বণ্যপ্রাণীদের জন্য অনন্তের তৈরি এই অভয়ারণ্য ভান্তারা, সত্যিই দারুণ উদ্যোগ। আরও ভালো কাজ করো বাবু।"

বিরল, বিলুপ্তপ্রায় প্রাণীদের নিয়ে উদ্বেগপ্রকাশ করেন অনেকেই। কিন্তু প্রকৃত সহমর্মিতা নিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কাজ করেন কজন? সেই সংখ্যা তো হাতে গোনা। এমনকী বিরল প্রাণীদের নিধনেও কেউ কেউ পিছপা হন না। কিন্তু সত্যি তাদের জন্য ভেবে সেবা ও পুনর্বাসনের ব্যবস্থার মতো বড় উদ্যোগ নেওয়া হল গুজরাটের ভান্তারায়। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন। যা বিরল প্রজাতির উদ্ধার হওয়া প্রায় দেড় লক্ষ প্রাণীর ঘর হয়ে উঠেছে। ২০০০ বিরল প্রজাতির প্রাণী আর বিপর্যয় থেকে উদ্ধার হওয়া প্রায় দেড় লক্ষ চারপেয়ের সেবাকেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। কী নেই এখানে? বিশাল এলাকায় প্রাণীদের মনের মতো বাসস্থান তো বটেই, উচ্চমানের যন্ত্রপাতি-সহ আধুনিক হাসপাতালও রয়েছে এই চত্বরে। যেখানে অসুস্থ প্রাণীদের এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ রয়েছে। অ্যানাস্থেশিয়া, কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোস্কোপির মতো কঠিন চিকিৎসা পদ্ধতিতে সহজেই কাজ হয় এখানে। সেখান থেকে ঘুরে এসেই দারুণ অভিজ্ঞতা শেয়ার করেছিলেন মোদি। যে পোস্ট শেয়ার করে অনন্ত আম্বানির পিঠ চাপড়ে দিলেন শাহরুখ খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আম্বানিদের ভান্তারায় গিয়ে মুগ্ধ নরেন্দ্র মোদি।
  • মোদির পোস্ট শেয়ার করে এবারহ আম্বানিপুত্রর পিঠ চাপড়ে দিলেন শাহরুখ খান।
  • মোদির মুখে অনন্তের প্রশংসা শুনে গর্বিত বলিউড বাদশা।
Advertisement