সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তাঁর 'মাত্র' ৫৯! কিন্তু এখনও তাঁর ফিটনেস লজ্জায় ফেলে দেবে হাঁটুর বয়সিদের। তিনি, শাহরুখ খান, বলিউডের বাদশা। নির্মেদ শরীরে 'পাঠান' বা 'জওয়ান'-এর মতো ছবিতে তিনি চমকে দিয়েছেন আসমুদ্রহিমাচলকে। কিন্তু কী সেই রহস্য? সেটা 'কিং খান' ফাঁস করে দিয়েছেন। তবে এখন নয়, আট বছর আগেই তিনি মুখ খুলেছিলেন বিষয়টি নিয়ে। ফের সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে সেই ক্লিপ।
ঠিক কী বলেছিলেন শাহরুখ? তাঁকে সেই ভিডিওয় বলতে শোনা যাচ্ছে, ''আমি সারাদিনে দু'বারই ভারী খাবার খাই- লাঞ্চ আর ডিনারে। এর বাইরে স্ন্যাক বা অন্য কিছু যখন তখন খাওয়ার অভ্যাস আমার নেই। খুব মুখরোচক খাবার দাবারেও রুচি নেই আমার। সাধারণত আমি খাই অঙ্কুরিত ছোলা-মটর, গ্রিলড চিকেন, ব্রকোলি। আর অল্পস্বল্প ডালও। বহু বছর ধরেই এসব খেয়ে আসছি আমি।'' তবে কারও বাড়ি গেলে কিংবা বিমানে চড়ার সময় খাওয়া দাওয়া নিয়ে কোনও বিধিনিষেধ মেনে চলেন না শাহরুখ। তাঁর কথায়, ''যখন বিমানে থাকি কিংবা কারও বাড়িতে খেতে ডাকে, তখন যা দেওয়া হচ্ছে সেটাই খেয়ে নিই- বিরিয়ানি, রুটি, পরোটা, ঘিয়ের খাবার কিংবা লস্যি আমার কিছুতেই আপত্তি থাকে না।''
কিন্তু খাওয়ার ক্ষেত্রে এত নিয়ম মানলেও তাঁর শোওয়ার রুটিনটি বড়ই অদ্ভুত। শাহরুখ জানাচ্ছেন, রোজ ভোর পাঁচটায় তিনি ঘুমোতে যান। শুটিং থাকলে ৯টা বা ১০টার মধ্যেই উঠে পড়েন। তারপর কাজের শেষে ফিরতে ফিরতে ২টো হয়েই যায়। সেই মধ্যরাতেই স্নান করে সামান্য ওয়ার্ক আউট সেরে বিছানায় চলে যান কিং খান।
২০২৩ সালে পরপর 'পাঠান', ' জওয়ান'-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন শাহরুখ। দু'টি ছবিই হাজার কোটির ক্লাবে ঢুকে পড়েছিল। পরের ছবি 'ডাঙ্কি' ততটা সফল না হলেও মন কেড়েছিল অনেকেরই। আপাতত ভক্তদের অপেক্ষা শাহরুখের পরের ছবির। 'কিং' বা 'পাঠান ২' নিয়ে নিত্যনতুন আপডেটের অপেক্ষায় রয়েছেন তাঁরা। অপেক্ষায় রয়েছেন ফের কবে রুপোলি পর্দায় দেখা যাবে প্রিয় নায়ককে। তবে এর বাইরেও নেট ভুবনে শাহরুখকে নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি বছর তিনেকের জন্য 'মন্নত' ছেড়েছেন অভিনেতা। সেই নিয়েও চর্চা চলেছে। এর ফাঁকেই ভাইরাল হল শাহরুখের ফিটনেস ভিডিও।
