shono
Advertisement
Shah Rukh Khan

'ট্যালেন্ট নেই, দেখতেও বিশ্রী!' শাহরুখের স্টারডম নিয়ে প্রশ্ন, নিন্দুককে জব্দ করলেন বাদশা

পালটা জবাবে কী এমন বললেন কিং খান?
Published By: Sandipta BhanjaPosted: 04:55 PM Oct 31, 2025Updated: 04:58 PM Oct 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র আটচল্লিশ ঘণ্টার অপেক্ষা। ২ নভেম্বর ষাটের কোঠায় পা রাখবেন শাহরুখ খান। ফিল্মি কেরিয়ার, ব্যক্তিগতজীবন সবমিলিয়ে বর্তমানে কিং খানের বৃহস্পতি তুঙ্গে! কোভিড পরবর্তী বলিউডের রুক্ষ্ম পিচে ঝোড়ো প্রত্যাবর্তনে শোরগোল ফেলে দিয়ে পর পর ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। পরিচালক হিসেবে ছেলে আরিয়ানের 'দুরন্ত হাতেখড়ি' ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। সেই খুশিতেই বৃহস্পতিবার অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মাতেন কিং খান। আর সেখানেই জনৈক নেটিজেন বাদশার স্টারডম নিয়ে প্রশ্ন তুলে মারাত্মক আক্রমণ করেন। 'সূচাগ্র মেদিনি' ছাড়ার পাত্র নন কিং খানও! অতঃপর পালটা জবাবে নিন্দুককে জব্দ করার সুযোগ হাতছাড়া করলেন না তিনি।

Advertisement

জনৈক নেটবাসিন্দা 'তুই-তোকারি' করে শাহরুখের উদ্দেশে লেখেন, 'ভাই তুই এটা বল যে, না তোর কোনও ট্যালেন্ট আছে, না তোর চেহারা আহামরি কিছু, তাহলে তুই স্টার হলি কীভাবে? তোর থেকে তো আমি দেখতে ভালো কিন্তু আমাকে কেউ চেনে পর্যন্ত না।' এহেন মন্তব্য নেটপাড়ায় ভাইরাল হতেই ওই নেটবাসিন্দার বিরুদ্ধে রে-রে করে ওঠেন বাদশা অনুরাগীরা। কেউ কেউ কটাক্ষ করে বলেন, 'একজন মানুষ নিজে কতটা হতাশায় ভুগলে অন্য কারও বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক হতে পারে?' তবে কিং খান হাঁটলেন অন্য পথে। রসিকতাচ্ছলেই ওই নিন্দুককে এমন পাঠ দিলেন, যে শিক্ষা জীবনভর মনে রাখার মতো!

শাহরুখের রসবোধের জুড়ি মেলা যে ভার, সেকথা কারও অজানা নয়। অতঃপর চিরাচরিত ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে অথচ কতিপয় শব্দে বুঝিয়ে দিলেন কেন তিনি ভক্তদের মনের 'বাদশা'? ওই নিন্দুকের উদ্দেশে কিং খান লেখেন, "ভাই, চেহারা তো একদম ঠিক আছে। কিন্তু তুমি তো আমার বুদ্ধির কথা উল্লেখই করলে না! তোমার বুদ্ধি আছে নাকি...?" শাহরুখের এহেন পরিমিত তথা 'ব্লকবাস্টার জবাবে' খুশি অনুরাগীমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মাতেন কিং খান।
  • আর সেখানেই জনৈক নেটিজেন বাদশার স্টারডম নিয়ে প্রশ্ন তুলে মারাত্মক আক্রমণ করেন।
  • 'সূচাগ্র মেদিনি' ছাড়ার পাত্র নন কিং খানও! পালটা জবাবে নিন্দুককে জব্দ করার সুযোগ হাতছাড়া করলেন না তিনি।
Advertisement