shono
Advertisement
O'Romeo trailer

দাউদকে খতম করতে কোন ষড়যন্ত্রের জাল বুনেছিল উস্তারা? 'ও রোমিও'র ট্রেলারে ফিরল অন্ধকার অতীত

দাউদ ইব্রাহিমের সঙ্গে উস্তারার সাপে-নেউলে সম্পর্ক ছিল বলে শোনা যায়! ট্রেলারে সেই অপরাধ নৈরাজ্যে ঝলক দেখালেন শাহিদ-বিশাল জুটি।
Published By: Sandipta BhanjaPosted: 05:54 PM Jan 21, 2026Updated: 05:55 PM Jan 21, 2026

দিন কয়েক ধরেই বলিউডে কানাঘুষো, 'ও রোমিও' ছবিতে নয়ের দশকের অন্ধকার জগতের অন্যতম গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনকাহিনির আঁধারে শাহিদের চরিত্র সাজিয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। যার সঙ্গে দাউদ ইব্রাহিমের একেবারে সাপে-নেউলে সম্পর্ক ছিল বলে শোনা যায়। মুম্বইয়ের আস্তাকুঁড়ে থেকে কীভাবে অন্ধকার সম্রাজ্যের দাপুটে ডন হয়ে ওঠে এই উস্তারা? শাহিদের চরিত্রের মাধ্যমে সেই নৈরাজ্যের কাহিনিই ফুটিয়ে তুলেছেন ভরদ্বাজ। টিজার রিলিজের পর এমন তথ্য প্রকাশ্যে আসতেই মানহানির দায়ে নির্মাতাদের নোটিস ধরিয়েছিলেন উস্তারাকন্যা শানোবার শেখ। তবে 'আইনি চড়ে'ও রা না-কেড়ে এবার ট্রেলারে আরও একধাপ বেড়ে খেললেন 'ও রোমিও' নির্মাতারা।

Advertisement

পয়লা ঝলক প্রকাশ্যে আসার পর ওয়াকিবহালমহলের অনুমান ছিল, 'ও রোমিও' সিনেমাটি আদতে 'স্বপ্নাদিদি, দাউদ এবং হুসেন উস্তারা'র ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে তৈরি। আর এবার ট্রেলার প্রকাশ্যে আসার পর জল্পনার আর কোনও অবকাশ রইল না! কারণ ঠিক যে জল্পনায় আইনি বিতর্কে জড়িয়েছিল 'রোমিও' টিম, সেই জল্পনাকে সত্যি করেই ট্রেলারে উস্তারার অন্ধকার সাম্রাজ্যে প্রেমের আখ্যান দেখালেন বিশাল ভরদ্বাজ। তিন মিনিটের ট্রেলারে শাহিদ কাপুরকে মুম্বইয়ের অপরাধ জগতের এক গ্যাংস্টার হিসেবে পরিচয় করানো হল। সেখানেই তৃপ্তি দিমরির চরিত্রটিকে প্রতিশোধস্পৃহায় মত্ত হয়ে শাহিদের দ্বারস্থ হয়ে বলতে শোনা যায়- 'খুন করতে সুপারি কত নেন আপনি?' শোনা যায়, নয়ের দশকে দাউদের গ্যাংয়ের হাতে খুন হয় এই 'স্বপ্নাদিদি'র স্বামী। পরে প্রতিশোধের জন্য যিনি উস্তারার দ্বারস্থ হয়েছিলেন। উস্তারা সেসময়ে দাউদের প্রতিপক্ষ শিবির হিসেবে মুম্বই কাঁপাচ্ছে! অন্ধকারজগতে 'খুর' নামেই একডাকে তাকে সকলে চিনত। কেন? 'ও রোমিও'র ট্রেলারে শাহিদের সহিংস আলফা চরিত্রের মধ্য দিয়েই সেই কৌতূহল মিটিয়েছেন পরিচালক। যেখানে একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনেতাকে খুর-ব্লেড চালিয়ে একের পর এক খুন করতে দেখা গিয়েছে। আর এমন ঝলক প্রকাশ্যে এনেই অন্ধকার অতীতের স্মৃতি উসকে দিয়েছেন বিশাল ভরদ্বাজ।

এদিকে 'ও রোমিও'র টিজারেই নেটভুবনে আগুন ধরিয়েছিলেন শাহিদ কাপুর। যার জন্যে পর্দার 'কবীর সিং'য়ের কপালে জুটেছিল আইনি বিতর্ক! যার তোয়াক্কা না করেই এবার ট্রেলারে আরও ঝাঁজাল অবতারে ধরা দিলেন অভিনেতা। বদমেজাজি। প্রেমে পাগল। কারও পরোয়া না করা ‘ছোটু’ কীভাবে দাপুটে মস্তান হয়ে উঠল? ট্রেলারে তারই ছোট্ট ঝলক দেখালেন বিশাল ভরদ্বাজ। সঙ্গে উপরি পাওনা দীর্ঘদিন বাদে 'অভিনেত্রী' তৃপ্তি দিমরিকে পাওয়া। তবে এটা হিমশৈলের চূড়া মাত্র! কারণ ট্রেলারে তামান্না ভাটিয়া, দিশা পাটানিকে ভিন্ন স্বাদের চরিত্রে দেখিয়ে কৌতূহল জাগিয়েছেন পরিচালক। অন্যদিকে আগ্রাসী অভিব্যক্তিতে নজর কাড়লেন বিক্রান্ত মাসে, অবিনাশ তিওয়ারিরা। তবে সিনেমার অন্যতম 'সারপ্রাইজ এলিমেন্ট' নানা পাটেকর এবং ফরিদা জালাল। যদিও টিজারে 'বন্দুকধারী' নানার চরিত্র নিয়ে খুব একটা খোলসা করা হয়নি তবে ফরিদা যে এই সিনেমায় 'লাভ গুরু' ঠাকুমার ভূমিকায়, সংলাপে তেমন ইঙ্গিতই দিলেন বিশাল ভরদ্বাজ। অন্যদিকে 'ও রোমিও'র হাইভোল্টেজ অ্যাকশন সিকোয়েন্সের ছোট্ট ঝলক দেখালেন শাহিদ কাপুর। তার সঙ্গে ভরদ্বাজের চিরাচরিত টানটান স্টোরি টেলিংয়ের আভাস। সবমিলিয়ে 'খতরনাক' ট্রেলারেই উন্মাদনার পারদ চড়ালেন বিশাল-শাহিদ জুটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement