shono
Advertisement

Breaking News

Nana Patekar

শাহিদ-তৃপ্তির 'দেমাগে' অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন নানা পটেকর! বিশাল ভরদ্বাজ বললেন, 'ও বড্ড বখাটে'

সেলেবদের এত্ত দেমাগ! দেড় ঘণ্টা অপেক্ষার পরও শাহিদ-তৃপ্তির দেখা নেই। 'ও রোমিও'র ট্রেলার লঞ্চে ধুন্ধুমার কাণ্ড।
Published By: Sandipta BhanjaPosted: 05:26 PM Jan 22, 2026Updated: 05:26 PM Jan 22, 2026

সময়সীমা বেঁধে শুটিং শিফটের দাবি নিয়ে বর্তমানে শোরগোল পড়লেও 'কল টাইমে'র তোয়াক্কা না করা তারকাদের সংখ্যা নেহাত কম নয় সিনেদুনিয়ায়। আকছার বিটাউনে এমন ঘটনা ঘটে। এবার 'ও রোমিও'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যে কাণ্ড ঘটল, সেটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলিপাড়ার প্রথমসারির তারকাদের অনেকেই ইন্ডাস্ট্রিতে দেড়-দু' দশক কাটিয়ে ফেললেও 'নিয়মানুবর্তিতা' তাঁদের অভিধানে নেই! অন্তত নানা পটেকরের ক্ষোভপ্রকাশে তেমনই ইঙ্গিত মিলল।

Advertisement

ঠিক কী ঘটেছে? বুধবার মুম্বইয়ে 'ও রোমিও' ছবিটির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল। যে সিনেমার টিজার বিতর্কের পাশাপাশি উন্মাদনার পারদও চড়িয়েছে, সেছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যে এমন অনভিপ্রেত ঘটনা ঘটবে, সেটা বোধহয় নির্মাতারাও ভাবতে পারেননি! জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে কলাকুশলী-সহ গোটা টিম এসে হাজির হলেও ছবির নায়ক-নায়িকা শাহিদ কাপুর, তৃপ্তি দিমরির তখনও এসে পৌঁছননি। এদিকে দেড় ঘণ্টা ঠাঁয় পায়ে বসে অপেক্ষা করতে হয় নানা পটেকরকে। বিটাউনে নানার মেজাজ সম্পর্কে অনেকেই অবগত! যে অভিনেতা বলিউডের তাবড় প্রযোজককে দিয়ে নিজের বাড়িতে বাসন পর্যন্ত মাজাতে পারেন, তার রণমূর্তি নিয়ে সন্দেহের অবকাশ থাকার কথা নয়। সূত্রের খবর, শাহিদ-তৃপ্তির ঘণ্টাখানেক দেরি করে আসা নিয়েই নাকি মেজাজ হারান নানা পটেকর। অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাঁদের। সেই মুহূর্তের ভিডিও ছবিশিকারীদের সুবাদে ইতিমধ্যেই ভাইরাল। কী দেখা গেল সেখানে?

'ও রোমিও'র ট্রেলার লঞ্চে নানা পটেকর, ছবি- সংগৃহীত

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, নানা পটেকর বারবার হাতঘড়ির দিকে ইশারা করে সময় দেখাচ্ছেন। শুধু তাই নয়, এরপর রাগে গজগজ করতে করতে 'ও রোমিও'র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছেড়েও বেরিয়ে যান। সেলেব বলেই এত দেরি কেন হবে? বাকবিতণ্ডার মাঝে এমন কিছু প্রশ্ন ছুড়তেও শোনা যায় তাঁকে। আর সেই ভিডিওই বর্তমানে চর্চার শিরোনামে। যদিও নানা পটেকরের এহেন আচরণে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন বিশাল ভরদ্বাজ। পরিচালক বলেন, "ক্লাসে প্রায়ই এমন একজন বখাটে থাকে যে অন্য বাচ্চাদের যেমন বিরক্ত করে, তেমনই আনন্দও দেয়। তবুও সবাই তার আশেপাশেই থাকতে চায়। তো, নানা পটেকর হলেন সেই রকমই একজন। আমাদের বন্ধুত্ব ২৭ বছরের পুরনো, কিন্তু আমরা এই প্রথমবার একসঙ্গে কাজ করছি।" এরপরই প্রবীণ অভিনেতাকে নিয়ে রসিকতা করে পরিচালকের সংযোজন, "নানা এখানে থাকলে মজা হত। আমাকে এক ঘণ্টা অপেক্ষা করিয়েছে, আমি চলে যাচ্ছি। আমরা কিছু বলছি না, কারণ এটাই ওঁকে আজ নানা পাটেকর বানিয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement