shono
Advertisement
Aranyer Dinratri

কানের মঞ্চে রাজাকে সেলাম! ওয়েস অ্যান্ডারসনের সঙ্গে 'অরণ্যের দিনরাত্রি'-এর স্ক্রিনিংয়ে 'দুলি' ও 'অপর্ণা' 

সত্যজিতের ফ্যানের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে 'অরণ্যের দিনরাত্রি'র স্ক্রিনিংয়ে 'দুলি'- 'অপর্ণা' 
Published By: Arani BhattacharyaPosted: 01:32 PM May 20, 2025Updated: 01:37 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক স্তরে বড় পর্দায় আরও একবার সত্যজিৎ রায়ের ছবি 'অরণ্যের দিনরাত্রি'। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সেই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে সত্যজিৎ রায়ের বড় ফ্যান আমেরিকান চিত্র পরিচালক ওয়েস অ্যান্ডারসনের সঙ্গে কানের দরবারে হাজির ছবির 'দুলি' ও 'অপর্ণা'। অর্থাৎ শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল। এই বছর কান ক্লাসিক বিভাগে অরণ্যের দিনরাত্রি' ছবিটির পুনরুদ্ধার করা সংস্করণ প্রদর্শিত হয়। বিশ্বের দরবারে বাংলা ছবির ইতিহাসে এদিনের সন্ধ্যায় তৈরি হল নতুন এক ইতিহাস।

Advertisement

শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল, ছবি: ইনস্টাগ্রাম

মুক্তির ৫৫ বছর পর প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' ছবি। ছবির বিশেষ প্রদর্শনীতে কানের রেড কার্পেটে এলেন শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল। ঘড়ির কাঁটায় তখন ভারতীয় সময় অনুযায়ী প্রায় রাত ১০টা। এদিন কানের রেড কার্পেটে জমকালো সবুজ শাড়ি ও মেয়ে সাবার ডিজাইন করা গয়নাতে সেজে উঠেছিলেন শর্মিলা ঠাকুর।শুধু তাই নয় মায়ের ফিল্মি কেরিয়ারের এই নতুন সংযোজনে সঙ্গী ছিলেন সাবাও। অন্যদিকে সিমি গারেওয়াল সেজে উঠেছিলেন শ্বেতশুভ্র পোশাকে।

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস 'অরণ্যের দিনরাত্রি' অবলম্বনে ১৯৭০ সালে তৈরি হয় এই ছবি। ছবিতে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, সৌমিত্র চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, সিমি গারেওয়াল প্রমুখ। সুনীলের সেই উপন্যাসকেই নিজের মত করে গড়েপিঠে নিয়ে ছবি তৈরি করেছিলেন বিশ্ববরেণ্য পরিচালক সত্যিজিৎ রায়। পালামৌয়ের জঙ্গলে হয়েছিল এই ছবির শুটিং। ছবির প্রযোজনা করেছিল প্রিয়া ফিল্মস। প্রযোজনা সংস্থার থেকে সন্দীপ রায় ও ওয়েস অ্যান্ডারসনের উদ্যোগে, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, ও জানুস ফিল্মস, দ্য ক্রাইটেরিয়ান কালেকশনের সহযোগিতায় 'অরণ্যের দিনরাত্রি' ছবিটি পুনরুদ্ধার করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আন্তর্জাতিক স্তরে বড় পর্দায় আরও একবার সত্যজিৎ রায়ের ছবি 'অরণ্যের দিনরাত্রি'।
  • সত্যজিৎ রায়ের বড় ফ্যান আমেরিকান চিত্র পরিচালক ওয়েস অ্যান্ডারসনের সঙ্গে কানের দরবারে হাজির ছবির 'দুলি' ও 'অপর্ণা'।
  • কান ক্লাসিক বিভাগে অরণ্যের দিনরাত্রি' ছবিটির সংরক্ষিত সংস্করণ প্রদর্শিত হয়।
Advertisement