shono
Advertisement
Shehnaaz Gill

সুইমস্যুটে খোলা প্যান্টের চেন! 'সস্তার উরফি' বলে কটাক্ষ শুনতে হল শেহনাজকে

এ কী কাণ্ড ঘটালেন শেহনাজ গিল! দেখুন।
Published By: Sandipta BhanjaPosted: 08:55 PM Feb 20, 2025Updated: 08:55 PM Feb 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বিগ বস'-এ অংশগ্রহণের পর থেকেই প্রায়ই চর্চার শিরোনামে থাকেন শেহনাজ গিল (Shehnaaz Gill)। ছোটপর্দা হোক বা বড়পর্দা কিংবা বলিউডের হাইপ্রোফাইল অনুষ্ঠানে সঞ্চালনা, শেহনাজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সলমন খানের হাত ধরেই সিনেমার পর্দায় অভিষেক ঘটেছে তাঁর। সোশাল মিডিয়াতেও অভিনেত্রীর অনুসরণকারীর সংখ্যা নেহাত মন্দ নয়! চমকে দেওয়ার মতো। এবার সুইমস্যুটের সঙ্গে শর্টস পরে ট্রোলড হতে হল নায়িকাকে।

Advertisement

সুইমস্যুটের সঙ্গে শর্টস পরার থেকেও আসলে নেটপাড়ার নজরে পড়েছে অভিনেত্রীর প্যান্টের খোলা চেন। আর সেই ছবি নেটপাড়ায় ভাইরাল হওয়ায় তাঁকে 'সস্তার উরফি' বলে কটাক্ষ শুনতে হল। শেহনাজ গিল বর্তমানে সিডনিতে রয়েছেন। সেখানকার সমুদ্র সৈকত থেকেই একগুচ্ছ হাসিখুশি রঙিন মেজাজের ছবি পোস্ট করেছিলেন। তাঁর 'সান কিসড' ছবি দেখে অনুরাগীরা মন্ত্রমুগ্ধ হলেও নিন্দুক, সমালোচকদের নজরে পড়েছে শেহনাজের শর্টস প্যান্টের খোলা চেন। আর সেটা দেখেই রে রে করে উঠেছেন একাংশ। কেউ কেউ আবার তাঁকে ভারতীয় সভ্যতা, সংস্কৃতির কতাও মনে করিয়ে দিলেন। আবার কারও খোঁটা, 'খবরের শিরোনামে কী করে থাকতে হয়, সেটা শেহনাজ গিলের ভালোই জানা।' সবমিলিয়ে শেহনাজের নতুন ছবি ঘিরে সোশাল পাড়া সরগরম।

পাঞ্জাবের জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill), 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে বলিউডে অভিষেক করেছিলেন। এখন ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করছেন । তার নতুন গান 'সাত সমুন্দর' ইতিমধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও, শেহনাজ গিল সম্প্রতি রাজকুমার রাও-এর ছবির 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও' নামক আইটেম গানে অভিনয় করেছেন। শেহনাজের পরবর্তী ছবি 'ইক কুড়ি' ১৩ জুন মুক্তি পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুইমস্যুটের সঙ্গে শর্টস পরে ট্রোলড হতে হল শেহনাজ গিলকে।
  • সুইমস্যুটের সঙ্গে শর্টস পরার থেকেও আসলে নেটপাড়ার নজরে পড়েছে অভিনেত্রীর প্যান্টের খোলা চেন।
  • সবমিলিয়ে শেহনাজের নতুন ছবি ঘিরে সোশাল পাড়া সরগরম।
Advertisement