shono
Advertisement
Bangalore

জন্মদিনের কেক কাটার পরই রহস্যময় মৃত্যু! করুণ পরিণতি বেঙ্গালুরুর পড়ুয়ার

পুলিশ জানিয়েছে, যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 07:25 PM Jan 06, 2025Updated: 07:25 PM Jan 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলে বন্ধুর ঘরে মধ্যরাতে জন্মদিনের কেক কেটেছিলেন তিনি। এরপর ফিরে গিয়েছিলেন নিজের ঘরে। কিন্তু সকালে দেখা গেল হস্টেলের সামনের মাঠে পড়ে রয়েছে তাঁর শব। বেঙ্গালুরুর আইআইএম-বির ২৯ বছরের পড়ুয়ার এমন পরিণতি ঘিরে রহস্য ঘনাচ্ছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? গত ৪ জানুয়ারি নিলয় কৈলাসভাই প্যাটেল নামে ওই যুবকের জন্মদিন ছিল। গুজরাটের সুরাট থেকে তিনি পড়তে এসেছিলেন। জন্মদিন পালন করতে পাশেই এক বন্ধুর ঘরে গিয়েছিলেন নিলয়। তারপর সেখানে কেক কাটা হলে নিজের ঘরে ফিরে যান। কিম্তু প্রাথমিক তদন্তে অনুমান, সেই সময়ই সম্ভবত পা পিছলে দোতলার বারান্দা থেকে নিচে পড়ে যান। সকাল সাড়ে ৬টায় তাঁর দেহ উদ্ধার করেন নিরাপত্তা কর্মীরা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে নিলয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনদিন পরে সেই তদন্তের রিপোর্ট হাতে আসবে। আর তখনই পরিষ্কার হয়ে যাবে মৃত্যুর কারণ। তবে তার আগেই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে একটি মামলা রুজু হয়েছে। তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের তরফে শোকবার্তা প্রকাশ করার সময় নিলয়কে 'উজ্জ্বল পড়ুয়া' বলে উল্লেখ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হস্টেলে বন্ধুর ঘরে মধ্যরাতে জন্মদিনের কেক কেটেছিলেন তিনি। এরপর ফিরে গিয়েছিলেন নিজের ঘরে।
  • কিন্তু সকালে দেখা গেল হস্টেলের সামনের মাঠে পড়ে রয়েছে তাঁর শব।
  • বেঙ্গালুরুর আইআইএম-বির ২৯ বছরের পড়ুয়ার এমন পরিণতি ঘিরে রহস্য ঘনাচ্ছে।
Advertisement