shono
Advertisement
India-Pakistan Tensions

'মাতৃভূমি আগে, এখন দেশের পাশে থাকার সময়', কনসার্ট স্থগিত রেখে সাফ জানালেন শ্রেয়া

ভারত-পাক সংঘাতের আবহে কোনওভাবেই ব্যক্তিস্বার্থ কিংবা সিনেশিল্পের স্বার্থকে এগিয়ে রাখতে নারাজ শিল্পীরা।
Published By: Sandipta BhanjaPosted: 11:15 AM May 10, 2025Updated: 11:15 AM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে যুদ্ধের জিগির। পহেলগাঁও সন্ত্রাসের পর জঙ্গি গোষ্ঠীগুলির ‘আশ্রয়’ পাকিস্তানকে কোনওরকম রেয়াত করতে নারাজ ভারত। এমন আবহে স্বাভাবিকভাবেই দেশ, সেনাবাহিনীর জয়গান গেয়ে পাক মুলুকের বিরুদ্ধে সমস্বরে গর্জন ছেড়েছে বিনোদন ইন্ডাস্ট্রি। আমজনতার পাশাপাশি তারকারাও একজোট। মাতৃভূমি রক্ষার লড়াইয়ে দেশের সেনাবাহিনী যখন রণক্ষেত্রে তখন এমন আবহে বিনোদনমূলক অনুষ্ঠান উপহার দিতে নারাজ তারকারা। কেউ কনসার্ট বাতিল করছেন তো কেউ বা আবার সিনেমার প্রচারের অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। এমতাবস্থায় শ্রেয়া ঘোষালও তাঁর মুম্বইয়ের বিগ বাজেট কনসার্ট স্থগিত রেখে জানিয়ে দিলেন, "এখন দেশের পাশে থাকার সময়।"

Advertisement

১০ মে, শনিবার মুম্বইয়ের বিকেসি'র জিও ওয়ার্ল্ড গার্ডেনে শ্রেয়ার 'অল হার্টস ট্যুর' শীর্ষক কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশের সেনাজওয়ানের কথা মাথায় রেখে কিছুতেই শো করতে মন সায় দিচ্ছে না গায়িকার। অতঃপর এক বিবৃতি শেয়ার করে শ্রেয়া ঘোষাল সাফ জানালেন, "ভারাক্রান্ত মনে আপনাদের জানাচ্ছি যে দেশের বর্তমান পরিস্থিতির জন্য মুম্বইয়ের 'অল হার্টস ট্যুর' কনসার্ট স্থগিত রাখলাম। এই শো আমার কাছে ছিল 'ঘরে ফেরার' মতো। এই কনসার্টকে 'আমার সবকিছু' বললেও অত্যুক্তি হবে না। একটা সুন্দর সন্ধ্যা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। তবে একজন শিল্পী তথা একজন নাগরিক হিসেবে এই সময়ে দেশের পাশে থাকা সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি।"

সংশ্লিষ্ট বিবৃতিতেই শ্রেয়ার সংযোজন, "প্রতিশ্রুতি দিচ্ছি, আগের থেকে আরও শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই কনসার্ট নিয়ে ফিরব। খুব শিগগিরি একটা দিনক্ষণ ঘোষণা করব। যাঁরা টিকিট কিনেছেন সেগুলি পুনঃনির্ধারিত কনসার্টের জন্য বৈধ থাকবে। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ততদিন পর্যন্ত দয়া করে নিরাপদে থাকুন এবং একে-অপরের যত্ন নিন সকলে।"

ভারত-পাক সংঘাতের (India-Pakistan Tension) আবহে কোনওভাবেই ব্যক্তিস্বার্থ কিংবা সিনেশিল্পের স্বার্থকে এগিয়ে রাখতে নারাজ সিনেদুনিয়ার তারকারা। এমন যুদ্ধ জিগিরের ফলে রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বির ছবি ‘ভুল চুক মাফ’ বড়পর্দায় রিলিজ না করে ৯ মে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। শুক্রবার আবু ধাবির কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিং। ১০ মে, শনিবার মুম্বইয়ের কনসার্ট বাতিল করেছেন উষা উত্থুপও। নবীন প্রজন্মের জনপ্রিয় সেতারবাদক রিষভ রিখিরাম শর্মা ইন্দোরের শো স্থগিত রেখেছেন। এর আগে ব্রিটেন সফর বাতিল করেছেন সলমন খান। শোনা যাচ্ছে, ব্রিটেনে শাহরুখ-কাজলের যে মূর্তি উন্মোচনের কথা ছিল, সেটাও ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে বাতিল করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০ মে, শনিবার মুম্বইয়ের বিকেসি'র জিও ওয়ার্ল্ড গার্ডেনে শ্রেয়ার 'অল হার্টস ট্যুর' শীর্ষক কনসার্ট হওয়ার কথা ছিল।
  • শ্রেয়া ঘোষাল সাফ জানালেন, 'ভারাক্রান্ত মনে আপনাদের জানাচ্ছি যে দেশের বর্তমান পরিস্থিতির জন্য মুম্বইয়ের 'অল হার্টস ট্যুর' কনসার্ট স্থগিত রাখলাম।'
Advertisement