shono
Advertisement
Shreya Ghoshal

'আরও শক্তিশালী হয়ে ফিরব', মুম্বইয়ের অনুষ্ঠানের নতুন দিন ঘোষণা শ্রেয়ার

ভারত-পাকিস্তান অশান্তির আবহে অনুষ্ঠান স্থগিত করেন শ্রেয়া।
Published By: Sayani SenPosted: 06:50 PM May 15, 2025Updated: 06:50 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান অশান্তির আবহে স্থগিত করেন অনুষ্ঠান। কথা দিয়েছিলেন খুব শীঘ্রই অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করা হবে। কথা রাখলেন শ্রেয়া। মুম্বইয়ের অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করলেন বঙ্গকন্যা।

Advertisement

ইনস্টাগ্রাম পোস্টে শ্রেয়া নয়া দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান, ২৪ মে হবে অনুষ্ঠান। লেখেন, "মুম্বই, নতুন দিন ঘোষণা। ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও ধৈর্যের জন্য। যেমন কথা দিয়েছিলাম তেমনই আরও শক্তিশালী হয়ে ফিরব। ভালোবাসা এবং গান দিয়ে সকলের মনে শান্তি জোগাব। মাত্র কয়েকদিন পরই দেখা হচ্ছে।" শ্রেয়ার এই পোস্ট দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

বলে রাখা ভালো, গত ২২ এপ্রিল, পহেলগাঁওতে জঙ্গি হামলার শিকার হন নিরীহ ২৬ জন মানুষ। পাকিস্তানকে ঘায়েল করতে পালটা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। গত ৭ মে থেকে দুই দেশের মধ্যে অশান্তির আবহ তৈরি হয়। তারই মাঝে গত ১০ মে, মুম্বইতে ছিল শ্রেয়ার কনসার্ট। তবে দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সময় অনুষ্ঠান স্থগিত করে দেন গায়িকা। পরে দিনক্ষণ জানানো হবে বলেই অনুরাগীদের জানান। মাঝে সংঘর্ষবিরতি জারি হয়। তারপর থেকে শান্ত দেশ। এবার ধীরে ধীরে ছন্দে ফেরার পালা। তাই আগামী ২৪ মে অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পুরনো টিকিটেই দেখা যাবে অনুষ্ঠানটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাকিস্তান অশান্তির আবহে স্থগিত করেন অনুষ্ঠান।
  • কথা দিয়েছিলেন খুব শীঘ্রই অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করা হবে। কথা রাখলেন শ্রেয়া।
  • মুম্বইয়ের অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করলেন বঙ্গকন্যা।
Advertisement