সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফটোশিকারিদের দেখলেই দূরছাই করেন! কিংবা ফ্ল্যাশের ঝলকানিতে বিরক্ত হয়ে মেজাজ হারান, এমন তারকাদের সংখ্যা নেহাত কম নেই বলিউড ইন্ডাস্ট্রিতে। পাপারাজ্জিদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন জয়া বচ্চন, সলমন খান, শাহিদ কাপুর থেকে রণবীর কাপুরের মতো বহু বলিউড সুপারস্টার। এবার অন্তঃসত্ত্বা স্ত্রী কিয়ারা আডবানিকে ঘিরে ফটোশিকারিদের হুড়োহুড়ি দেখে মেজাজ হারালেন সিদ্ধার্থ মালহোত্রা।
বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রী, অভিনেত্রী কিয়ারা আডবানিকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সেখানেই গাড়ির ভিতর একা মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায় নায়িকাকে। সম্ভবত, অসুস্থ বোধ করছিলেন। তবে সেসবের তোয়াক্কা না করেই ফটোশিকারিরা প্রায় ছ্যাঁকে ধরেন! হবু মা কিয়ারাকে লেন্সবন্দি করতে হুড়োহুড়ি পড়ে যায়। আর ঠিক সেসময়েই ক্লিনিকের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে এমন পরিস্থিতি দেখে চটে লাল হয়ে যান সিদ্ধার্থ মালহোত্রা। গাড়িতে একা বসে থাকা কিয়ারার দিকে প্রায় তড়িৎগতিতে ছুটে আসেন। আর সেখানেই পাপারাজ্জিদের তুলোধনা করতে দেখা যায় 'শেরশাহ' অভিনেতাকে। কড়া ধমক দিয়ে বলেন, "যান, পিছনে সরে যান। আপনাদের ব্যবহার ঠিক করুন।" সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল। এদিকে পহেলগাঁও জঙ্গিহামলায় (Pahalgam Terror Attack) শোকপ্রকাশ করেছেন কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা।
কিয়ারার মন্তব্য, 'পহেলগাঁওয়ের ঘটনা বর্বরচিত। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমরা সকলে আপনাদের জন্য প্রার্থনা করছি। আর এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানাচ্ছি।' পর্দার 'শেরশাহ' শোকবার্তা জ্ঞাপন করে বললেন, 'নিরীহ নাগরিকদের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানাই। এটা কাপুরুষের মতো কর্মকাণ্ড। আমাদের ভারতীয় সেনাবাহিনির উপর আমার অগাধ আস্থা রয়েছে, ওঁরা এর যোগ্য জবাব দেবে। জয় হিন্দ!'
গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। যে তাঁরা মা-বাবা হতে চলেছেন। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জয়সলমেঢ়ে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। দেখতে দেখতে গুটি গুটি পায়ে দাম্পত্যের দুবছর কাটিয়ে ফেললেন তাঁরা। এবার বিয়ের দ্বিতীয় জন্মদিন পার হতেই অনুরাগীদের সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা। দুই থেকে তিন হতে চলেছেন বলিউডের তারকাদম্পতি।
