shono
Advertisement
Janhvi Kapoor

পুলিশি ঘেরাটোপেও লালবাগের গণেশ পুজোর ভিড়ে চিড়েচ্যাপ্টা জাহ্নবী, কাঁদো কাঁদো মুখ নায়িকার

ভরদুপুরে লালবাগচা রাজার আশীর্বাদ নিতে গিয়ে বিপাকে জাহ্নবী!
Published By: Sandipta BhanjaPosted: 05:32 PM Aug 28, 2025Updated: 05:32 PM Aug 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভরদুপুরে লালবাগের পুজো দেখতে গিয়ে বিপাকে জাহ্নবী কাপুর! ভয়ঙ্কর ভিড়ে প্রায় চিড়েচ্যাপ্টা হওয়ার জোগাড় অভিনেত্রীর। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে, সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। ধাক্কাধাক্কির জেরে কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেল জাহ্নবীকে। 

Advertisement

মুম্বইয়ের লালবাগ (Lalbaugcha Raja) মানেই বিশেষ আকর্ষণ। প্রতিবার গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2025) এই ঐতিহ্যবাহী পুজো দেখতে হাজির করেন হাজার হাজার মানুষ। বলিউড তারকারাও বাদ যান না। খোদ অমিতাভ বচ্চন লালবাগচায় এসে গণপতি দর্শন করেন সপরিবারে। শাহরুখ-সলমনও বহুবার গিয়েছেন। কার্তিক আরিয়ান প্রতিবার পয়লা দিনেই লালবাগের মণ্ডপে ঢুঁ মারেন। এবার জাহ্নবী কাপুরও গিয়েছিলেন। সঙ্গী সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। দুজনেরই খালি পা। জুতো পরেননি। ভাইরাল ভিডিওতে দেখা গেল, শ্রীদেবীকন্যার পরনে লাল শাড়ি। নাকে মারাঠি স্টাইলের নথ। মহারাষ্ট্রের প্রাদেশিক সাজে আক্ষরিক অর্থেই জাহ্নবী যেন 'পরম সুন্দরী'। তবে ভিড়ের ঠেলায় এমন পরিস্থিতি হয় যে, পুলিশি ঘেরাটোপে থেকেও রেহাই পাননি অভিনেত্রী! শেষে সিদ্ধার্থই অভিনেত্রীকে আগলে রেখে মন্ডপের গর্ভে পৌঁছলেন। তখনও নায়িকার চোখেমুখে অস্বস্তির ছাপ স্পষ্ট।

রাত পোহালেই ২৯ আগস্ট 'পরম সুন্দরী'র রিলিজ। গণপতি উৎসবের আবহে বলিউডের বক্স অফিস রেজাল্ট নিয়ে বরাবরই কৌতুহল থাকে সিনেমহলে। জাহ্নবী কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রার সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। আর সেই সিনেমা মুক্তির প্রাক্কালেই ধর্মে-কর্মে মতি অভিনেত্রীর। বুধবারই শিরডি সাঁইবাবার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পর্দার জুটি। আর লক্ষ্মীবারে সিনেমা প্রচারের আগে 'সংস্কারি কন্যা'কে দেখা গেল মুম্বইয়ের প্রসিদ্ধ লালবাগচা রাজার দর্শনে। ভরদুপুরে সিদ্ধার্থকে নিয়ে লালবাগের পুজো দেখতে গিয়েছিলেন জাহ্নবী কাপুর। তবে প্যান্ডেলের প্রবেশপথ অবধি পৌঁছতেই প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় অভিনেত্রীর!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার ভরদুপুরে লালবাগের পুজো দেখতে গিয়ে বিপাকে জাহ্নবী কাপুর।
  • ভয়ঙ্কর ভিড়ে প্রায় চিড়েচ্যাপ্টা হওয়ার জোগাড় অভিনেত্রীর।
  • খালি পায়ে লালবাগচা রাজার দর্শনে জাহ্নবী কাপুর।
Advertisement