সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সিকন্দর’ সিনেমার ট্রেলারেই ভাইজান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার বক্স অফিসের খেলা ঘুরতে চলেছে! কখনও অ্যাকশন অবতারে, কখনও রোম্যান্টিক হিরোর বেশে, ষাটের সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত ভাইজান ভক্তরা। এবার অগ্রিম বুকিংয়েও ঝড় তুলে দিলেন সলমন খান। 'সিকন্দরে'র টিকিটের দাম উঠলো আকাশছোঁয়া। কত দাম সেই টিকিটের? জানলে আপনিও অবাক হবেন।

দেশের চারটি মহানগরের মাল্টিপ্লেক্সে 'সিকন্দরে'র টিকিটের দাম উঠেছে ২২০০ টাকা পর্যন্ত। মুম্বাইয়ের মাল্টিপ্লেক্স গুলিতে বৃহস্পতিবার অগ্রিম বুকিং শুরু হওয়ার পরই দাম চড়তে থাকে। পাশাপাশি দিল্লির মাল্টিপ্লেক্সগুলিতেও এই টিকিট বিকোচ্ছে ১৬০০ থেকে ১৯০০ টাকার মধ্যে। সিঙ্গলস্ক্রিনগুলোও খুব একটা পিছিয়ে নেই। অন্যান্য সময় সিঙ্গল স্ক্রিনে যে টিকিটের দাম থাকে ৯০- ২০০ টাকার মধ্যে এখন সেগুলিরই দাম দাঁড়িয়েছে ৭০০ টাকা।
রবিবার তিন মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের ‘সিকন্দর’ ট্রেলারে খেল দেখিয়েছেন ভাইজান। একদম অ্যাকশন প্যাকড ঝলক। সঙ্গে ভাইজানের নিজস্ব ভঙ্গিতে দুরন্ত সংলাপ। নাচে, গানে, অ্যাকশনে, ড্রামায় ভরপুর ট্রেলার থেকে চোখ ফেরানো দায়। অনেকদিন পর সুপারস্টার সলমনকে আবার দেখা গিয়েছে পুরনো মেজাজে। বলিউডের আট-নয়ের দশকের অ্যাকশন ঘরানার ছবির ফ্লেভার নিয়ে হাজির ‘সিকন্দর’। এদিকে অভিনেতাকে আরও একবার লার্জার দ্যান লাইফ অবতারে দেখে দারুণ খুশি ভক্তরা।
মঙ্গলবারই ‘সিকন্দরে’র অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। প্রথম দিনের অগ্রিম বুকিং ১০ কোটির মাইলস্টোন স্পর্শ করেছে। গোটা ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে ‘সিকন্দর’। সিনেবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুসারে, সবথেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। ২১.৮৪ লক্ষ টিকিট হু হু করে বেরিয়ে গিয়েছে রাজধানীতে। দ্বিতীয়স্থানে ২০.৩৯ লক্ষ টিকিট বিক্রি করে মহারাষ্ট্র। দিল্লিতে অগ্রিম বুকিং ১.৪ কোটি পার করেছে অন্যদিকে মুম্বাইতে সেই হিসাব ১.৮ কোটি পার করেছে। ৩০ মার্চ আসতে এখন দিন কয়েক দেরি। মুক্তির আগে পর্যন্ত সিকন্দর কোন মাইল ফলক স্পর্শ করে এখন সেটাই দেখার।