shono
Advertisement
Ekenbabu-Sidhu

'একেনবাবু'র প্রিমিয়ারে ডাক না পেয়ে বিস্ফোরক সিধু, অভিযোগে মুখ খুললেন পরিচালক

একেনবাবুর প্রচারে ডাক না পেয়ে অভিমানী সিধু।
Published By: Arani BhattacharyaPosted: 08:12 PM May 21, 2025Updated: 08:12 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমরমিয়ে সিনেমা হলে চলছে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। বাপি- প্রমথকে নিয়ে আরও একবার বেনারসে পৌঁছে গিয়েছে একেন নতুন রহস্যের সমাধানে। বড়পর্দায় আরও একবার একেনকে পেয়ে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। তবে তার মাঝেই বিস্ফোরক ছবির টাইটেল ট্র্যাকের গায়ক সিধু। তৃতীয়বার বড়পর্দায় একেন। আর এই বারেও ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন গায়ক সিদ্ধার্থ ওরফে সিধু। কিন্তু ছবির এত বড় একটা অংশ হয়েও তাঁকে ছবির কোনও প্রচারমূলক অনুষ্ঠান তো কোন ছাড় ছবির প্রিমিয়ারেও দেখা যায়নি তাঁকে।

Advertisement

কেন দেখা গেল না সিধুকে? এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে গায়ক জানিয়েছেন, ''আমাকে না ডাকা হলে কী করব? জয়দীপের সঙ্গে আমার পরিচয় আছে। ওঁকে ভাল মানুষ বলেই জানতাম। ওঁর বা ছবির টিমের সঙ্গে আমার কোনও মনোমালিন্য হয়নি। কিন্তু তা সত্বেও আমি কেন আমন্ত্রণ পাইনি ছবির কোনও প্রচারে আমি জানি না। না ডাকলে তো আর নিজে নিজে চলে যাওয়া যায় না। একজন শিল্পীর প্রতি এতটুকু সৌজন্যবোধ দেখানো উচিত। আমার এই ঘটনায় বড্ড অভিমান জমেছে।''

এ প্রসঙ্গে ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, ''সিধুর সঙ্গে অনেক কথাই হয়। তবে ওঁর সঙ্গে তেমন যোগাযোগ নেই। তাই নিজে থেকেও আমন্ত্রণ জানাতে পারিনি। ওঁকে কেন ডাকা হল না তা সত্যিই বুঝতে পারিনি।  এমনটা কেন ঘটল এই বিষয়ে প্রচার টিমের সঙ্গে কথা বলব। আমি এই ঘটনায় খুবই দুঃখিত।" এই নিয়ে তৃতীয়বার বড়পর্দায় একেনবাবু। সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়পর্দায় আরও একবার একেনকে পেয়ে বেজায় খুশি তাঁর অনুরাগীরা।
  • তবে তার মাঝেই বিস্ফোরক ছবির টাইটেল ট্র্যাকের গায়ক সিধু।
  • ছবির এত বড় একটা অংশ হয়েও তাঁকে ছবির কোনও প্রচারমূলক অনুষ্ঠান তো কোন ছাড় ছবির প্রিমিয়ারেও দেখা যায়নি তাঁকে।
Advertisement