সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঞ্জেকশন, ওষুধপত্রই আপাতত সঙ্গী সোনু নিগমের। কারণ, দিনকয়েক ধরে কোমর থেকে পা অসম্ভব টান অনুভব করছেন। অনুষ্ঠান তো দূর, হাঁটাচলাও করতে পারছেন। কার্যত শয্যাশায়ী তিনি। ইনস্টাগ্রাম পোস্টে অসহ্য যন্ত্রণার কথা উল্লেখ করে তিনি জানান, "যেন মনে হচ্ছে শিরদাঁড়ায় সূচ বিঁধে আছে।"
সোনু নিগম ইনস্টাগ্রামে পুণের অনুষ্ঠানের একটি রিল পোস্ট করেছেন। যাতে দেখা গিয়েছে, শিল্পীর পরনে সাদা শার্ট সঙ্গে নীল শুট। পায়ে সাদা স্নিকার্স। মঞ্চে গান গাইছেন। দর্শকাসনে মুগ্ধ অনুরাগীর ভিড়। অনুষ্ঠানের মাঝে পিঠে অসহ্য ব্যথা। প্রথমে মনে হয়েছিল তেমন কিছু নয়। সম্ভবত পেশিতে টান। তাই যন্ত্রণাকে বুড়ো আঙুল দেখিয়ে অনুষ্ঠান চালিয়ে যান সোনু। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারেন, তাঁর পক্ষে আর অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে মঞ্চ থেকে নেমে পড়েন। মঞ্চ থেকে নেমে কোমর-পা মালিশ করা হয়। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। তবে যন্ত্রণা সামান্য সামলে ফের মঞ্চে ওঠেন। অনুষ্ঠান শেষ করেন। তবে বর্তমানে শয্যাশায়ী সোনু।
রিলে তাঁকে বলতে শোনা গিয়েছে, "দিনটা দুঃস্বপ্নের। অনেক কষ্টে বেঁচে আছি। অনুষ্ঠান মঞ্চে নাচের সময় খিঁচুনি ধরে। মনে হয় যেন শিরদাঁড়ায় সূচ বিঁধে রয়েছে। একটু নড়লেই তা ভিতরে চলে যাবে। তবে আমি কোনও দর্শককে নিরাশ করতে পারব না। দেবী সরস্বতীর কৃপায় বেঁচে গিয়েছে।" এই দুঃসংবাদে হতাশ শিল্পীর অগণিত অনুরাগী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।
