shono
Advertisement
Soha Ali Khan

'নাদানিয়া' মুক্তির পর কটাক্ষের ঝড়ে বিধ্বস্ত ইব্রাহিম! কাজে মন দেওয়ার পরামর্শ পিসি সোহার

'নাদানিয়া' ছবিতে খুশি কাপুরের সঙ্গে অভিনয় করেছেন ইব্রাহিম।
Published By: Manasi NathPosted: 07:45 PM Apr 11, 2025Updated: 08:34 PM Apr 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইপো ইব্রাহিম আলি খানের পাশে পিসি সোহা আলি খান। কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ইব্রাহিম ও খুশি কাপুর অভিনীত 'নাদানিয়া' ছবিটি। এই ছবির হাত ধরেই রুপোলি দুনিয়ায় পা রেখেছেন তারকাপুত্র ইব্রাহিম ও তারকাকন্যা খুশি। ছবি মুক্তির পরই সমালোচক নেটিজেনদের কটাক্ষের ঝড়ে কার্যত ধ্বস্ত ইব্রাহিম। অধিকাংশই অভিনেতাকে 'নেপো কিড' বলে ব্যঙ্গ করেছেন। পরিবারিক পরিচিতির সুবাদেই বলিপাড়ায় কাজ পেয়েছেন সইফপুত্র, এমন কটাক্ষও অনেকে করেছেন। একের পর এক সমালোচনায় বিদ্ধ হয়েছেন সারা আলি খানের ভাই। কিন্তু সব কটূক্তি, অভিযোগের বিরুদ্ধে নিরুত্তর থেকেছেন অভিনেতা। এবার তাঁর হয়ে মুখ খুলেছেন পিসি সোহা আলি খান। ভাইপোকে 'শুধুমাত্র কাজে মন দেওয়ার' পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার নিন্দা করেছেন ইব্রাহিমের পিসি সোহা আলি খান। ভাইপোর ট্রোলড হওয়ার বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য "বলিউড ইন্ডস্ট্রিতে কাজ করার ও টিকে থাকার প্রধান মন্ত্রই হল, তোমার চামড়া মোটা হতে হবে। সব সমালোচনা হজম করতে হবে, নয়তো সব কমেন্ট পড়া বন্ধ করে দাও।" পাশাপাশি তিনি বলেন, "কিন্তু আমার মনে হয় কখনও কখনও কমেন্ট গুলো পড়া উচিত। কাজের সমালোচনা না হলে সেই কাজের কোনও অর্থ নেই। তবে সব সমলোচনা সহ্য করে নিজের কাজে মন দেওয়াই বুদ্ধিমানের কাজ।"

ইব্রাহিমের বিরুদ্ধে যে কটাক্ষের ঝড় উঠেছে সেই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, "আসলে অভিনেতা-অভিনেত্রীরা সবসময়ই ইজি টার্গেট।" ভাইপো ইব্রাহিমকে পিসির পরামর্শ, "যতই সমালোচনা হোক, সবকিছু সহ্য করে শুধুমাত্র নিজের কাজে মন দাও। ছবি হিট হবে না ফ্লপ, সেটা নিয়ে কখনও ভাববে না। কোন কোন জায়গায় উন্নতির প্রয়োজন সেদিকে আরও বেশি করে নজর দাও। তাহলেই নিজের কাজে উন্নতি করতে পারবে।" পিসির পরামর্শকে কেরিয়ারে এগিয়ে যাওয়ার পথে ইব্রাহিম কতটা কাজে লাগায় এখন সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ইব্রাহিম আলি খান ও খুশি কাপুর অভিনীত 'নাদানিয়াঁ' ছবিটি।
  • ছবি মুক্তির পরই সমালোচক নেটিজেনদের কটাক্ষের ঝড়ে কার্যত ধ্বস্ত ইব্রাহিম।
  • এবার ইব্রাহিমের হয়ে মুখ খুলেছেন পিসি সোহা আলি খান।
Advertisement